কথা কও প্রজাপতি, কখনো কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।
কখনো কি উড়ে গিয়ে, বসেছ তাঁর খোঁপায়
দেখেছো কি চুলের বাহার, আছে কেমন মাথায়।
দেখছো কি তাঁর চোখে হাজার কবিতার কাব্য
চোখ দিয়ে আবৃত্তি করার, কার আছে সাধ্য !
কখনো কি ছুঁয়েছিলে তাঁর হাতের আঙুল
স্পর্শেই রোগ সাড়ে যেন শ্বেতচন্দন ফুল।
বলে যাও প্রজাপতি কখনও কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।
সে হাসলে কেমন বিশ্বজাহান, যায় থমকে মুহূর্তে
দুঃখরা সব পালিয়ে বেড়ায়, কোন দূর নীল দিগন্তে।
তাঁর কথায় কোন যে যাদু, শব্দে ছড়ায় সুগন্ধি
তাঁর কথা শুনতে কেবল, করে চলি অভিসন্ধি।
দেখেছো কী তাঁর রূপ লাবণ্যে মুগ্ধতা একরাশ
হাজার ফুলের ভিড়েও শুধু তাঁর উপরই খায় ক্রাশ।
কথা কও প্রজাপতি, কখনো কি তুমি
দেখেছো মোর প্রিয়তমার সুন্দর মুখখানি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনিন্দ্য সুন্দর এবং চমৎকার একটি কবিতা উপহার প্রিয় কবি মহাশয়। শুভেচ্ছা
loading...