সৃষ্টির শুরু থেকেই চাঁদ
বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর
কাছে ধর্মীয় উপাসনার বস্তু!
জার্মান সাহিত্যিক ই.ফন গ্যোটে
শশীকে সান্ত্বনার উপমা হিসেবে…
আর আমাদের সুকান্ত ভট্টাচার্য
উর্বীর এ পূর্ণিমা-উপগ্রহকে
‘ঝলসানো রুটি’-র
সাথে করেছেন তুলনা!
আদিমকালে অনেক জাতিগোষ্ঠীই
এটাকে করত বিবেচনা ধর্মীয় শক্তির মত,
তারা করত নিয়মিত পূজা এ চাঁদার!
আবার অমাবস্যা-পূর্ণিমা দিয়েই
দিন ও মাস করে গণনা কোন ধর্মে?
সেদিন চন্দ মামা, মঙ্গলগ্রহের খুব
কাছে এসে তার স্বর্গীয় সৌন্দর্য নিয়ে
‘ব্লাড মুন’ হিসেবে দিয়েছিল ধরা,
এ বিরল আভার রক্তিম সৌন্দর্যের
উপভোগ করে বিশ্বের কোটি কোটি মানুষ!
ওধিনাথের অনন্য এ সৌন্দর্যের
দেখা কিন্তু মেলে খুব কম সময়ই৷
চন্দ্রমাকে উপস্থাপন করা হয়
নিষ্পাপ বা ভার্জিন মেরির প্রতীকায়নে,
রোম্যান্টিকতাতেও সে কম যায়না!
উড়ুপের জাদুকরী সৌন্দর্য আছে
তাই বার বারই হয়ে উঠেছে
শিল্পের অনুপ্রেরণা!
শীতাংশু ও নিশাচর প্রাণীর মাঝে
রয়েছে এক নিবিড় সম্পর্ক,
তাই পেঁচা শশাঙ্কের আলোয়
তার ডানা মেলাকে করে উপভাগ,
নেশা জাগানিয়া সোমের এ প্রভাব
বোধ হয় পড়েছে মানুষের মাঝেও!
পক্ষধরের সাথে প্রেমের এক সম্পর্ক,
আসলে প্রতিটি মানুষই একটি চন্দ্র
ছেলে বা মেয়েই হোক…
তার একটি অন্ধকার দিকও আছে!
কিন্তু এ অন্ধকার দিকটাকে
কাউকে দেখাতে চায় না সে!
মানব ইতিহাসে ১৯৬৯ সালের
চন্দ্রজয় একটি মাইলফলক,
শুধু জয়-ই নয় এটি,
এ জয়ের মধ্য দিয়েই
কলাধরের সব গোপন রহস্য
বের করে মানুষ!
================o
—————————————————————————————————
চাঁদ > শশী, চাঁদা, চন্দ, ওধিনাথ, চন্দ্রমা, উড়ুপ, শীতাংশু, চন্দ্র, চন্দ, শশাঙ্ক, সোম, পক্ষধর < কলাধর
—————————- ———————————————————————–
উত্তর আমেরিকা
১২ ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ
loading...
loading...
কথা কাব্যে সাহিত্যের অসাধারণ বক্তব্য বা উপমা উঠে এসেছে। প্রাণঢালা শুভেচ্ছা কবি।
loading...
চাঁদের এতএত নাম নিয়ে সুন্দর উপস্থাপন! স্ত্যি ভালো লাগার এক লিখনি।
কবির জন্য শুভকামনা থাকলো।
loading...
আপনার অনন্য কবিতা অনেক ভালো লাগলো
শুভেচ্ছা অফুরন্ত প্রিয় কবি।
loading...
আপনার অনন্য কবিতা অনেক ভালো লাগলো,
শুভেচ্ছা অফুরন্ত প্রিয় কবি।
loading...