কলিকাতার মেয়ে
আমার দিকে দেখ
একবার চেয়ে,
সুখ- শান্তি, ভালবাসা
যাবে সব পেয়ে।
কলিকাতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার মন কি
ধর্মের বেড়ায় ঘেরা?
কি নেই আমার মাঝে
তোমার কাছে
ভালবাসার আবদার করে
মরছি আজ লাজে!
কলিকাতার মেয়ে
ভালবাসা
চেয়ে করেছি কি মহাভূল?
তুমি মানুষ
আমিও মানুষ
কিসে আমার মাঝে দেখ
ধর্ম, জাত- কূল?
কলিকতার মেয়ে
ওহে বর্ষা বেরা,
তোমার কাছে আর অনুনয়
করবো না
আমি যে ভাগ্য হারা….
উৎসর্গঃ কলিকাতার মেয়ে বর্ষা বেরা মেয়েটি কে তাকে খুব ভালো লেগেছিল, তার জন্য মনে প্রেম জন্মেছিল…. কিন্তু ভাগ্য সহায় নয়।
তারিখঃ ১৯.০৫.২০২১
সময়ঃ বুধবার ০৮ঃ৪৫ থেকে ০৮- ৫৩ পিএম
স্থানঃ সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বাংলাদেশ
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
Wow, romantic poem
loading...
ধন্যবাদ প্রিয় কবি ফয়জুল মহী
loading...
জীবনের ব্যত্যয় ঘটলেও আপনার কবিতায় শাব্দিক প্রকাশ সুন্দর হয়েছে।
loading...
ধন্যবাদ সবার প্রিয় মুরুব্বী
loading...
আমি ভীষণ দুঃখ পাই … যখন দেখি সতত পরিশ্রম নিয়ে একটি লিখায় পাঠক পড়েন ঠিকই অথচ সামান্যতম উচ্ছাস বা হতাশ; এমন কোন শাব্দিক প্রকাশ করতে চান না।
loading...
প্রিয় মুরুব্বী….
আপনি রাগাশ্রিত হবেন না।
আমি মন্তব্য করি নিজের পোস্টে এবং অপর কোন লেখকের পোস্টে….
loading...