কৃষ্ণচূড়া তলায় কে তুমি? কথা বলছ না কেন?
ওহ্ সন্ধ্যা রাতের শুকতারা …
দেখো শুকতারা তোমার পাশে চাঁদের বুকে মেঘ
কেমন নরম চুলের গোছা ছড়িয়েছে
এক আকাশে,
ওই মেঘ শ্রাবণ বিকেলে বৃষ্টি হয়ে ঝরবে কথা দিয়েছে।
অচেনা পথের ভিড়ে এই কে তুমি? চুপ করে আছ কেন?
ওহ্ সুখলতা …
কেমন আছ ?
আমি দু’চোখ ফেরালেই তুমি ছুঁয়ে দাও দৃষ্টি
আমার বুকের বাম পাশের বুনো পথের শেষে তোমার বসবাস,
অথচ ওই পথে আমার কখনোই পা রাখা হয়নি
যদি ভুলে কখনো রাখি
সেদিন সুখ বলে মনে হবে তোমাকে;
গভীর রাতে শুভ্র জ্যোৎস্না অরণ্যে কে তুমি ?
নিঃশব্দে চোখের জল ফেলছো কেন ?
ওহ্ গোলাপ বিনোদিনী মালবিকা ?
তুমি কেন নক্ষত্র’র মত একটি শব্দ
গোলাপ বিনোদিনী:
তোমার চোখের বৃষ্টির স্রোতে আমি ডুবে যাচ্ছি
ডুবে যাচ্ছি এক সমুদ্র জলে;
গোলাপ তুমি জানোনা
তোমার সৌন্দর্যে পৃথিবীর সব আলো জ্বলে ওঠে –
সেই তোমার এত দুঃখ ?
কতটা নিষ্প্রাণ তুমি…
তোমার দুঃখ কি এক শ্রাবণ মেঘ আকাশের চেয়েও ভারি ?
তোমার জন্য লেখা হয়েছে শোককথা
ওই মেঘ হার মেনেছে
গোলাপ তুমি এখন অনেক সুখী।
loading...
loading...
কতটা নিষ্প্রাণ তুমি…
তোমার দুঃখ কি এক শ্রাবণ মেঘ আকাশের চেয়েও ভারি ?
তোমার জন্য লেখা হয়েছে শোককথা
ওই মেঘ হার মেনেছে
গোলাপ তুমি এখন অনেক সুখী।
loading...