আমার না বলা কথা গুলো

index

তুমি আছ আবার কোথাও নেই
আমার না বলা কথার শব্দ ফুল
আজ কবিতার মালা হবে,
সেখানে অনেক কথার শব্দ ফুল ফুটবে
আমি গোলাপ, কামিনী, বেলি, রজনীগন্ধা কিম্বা বকুল ফুলের কথা বলছি না
এক কাশফুলের কথা আলাদা
আমি ফুল হবো কখনো সে কথা ভাবিনি
আমি হাসনাহেনা: এ আমার অনেক প্রিয় ফুল;

আমি পৃথিবী হতে পারতাম
কিন্তু হইনি,
হয়তো সৃষ্টিকর্তা চাননি!
আমি সমুদ্র হতে পারতাম
সমুদ্র আমার ভীষণ প্রিয়
আবার ভাললাগার ও বলতে পার –
আমি মৃত্তিকা মাটি কিম্বা অরণ্য হতে পারতাম,
শুধু কি ঘাসফুলের অরণ্য ?
না জ্যোৎস্না ডোবা রাতের অলস চোখে ছুঁয়ে থাকা ছড়া ছড়া কাশফুল হওয়ার খুব ইচ্ছে আমার
সে তো হবার নয়;

সময় গড়িয়ে যায় অতীতের অশান্ত সমুদ্র বুকে –
সমুদ্র থেকে আর কোনদিন ফেরার কোন পথ নেই
সব পথ বন্ধ:
আমার না বলা কথার ফুলঝুরি
আমার ব্যর্থ স্বপ্নের ভাষা
এই বৃষ্টিহীন চৈত্রের সোনালী বিকেল
আজ সব কবিতা হয়ে গেছে।

এই চির সবুজ পৃথিবীর অগনিত সন্ধ্যা গুলো
রৌদ্রে শুকানো সজল বর্ষায় ফেনিয়ে ওঠা নীল আকাশের প্রশান্তি
সবকিছু ঢেকে আছে কবিতার গুচ্ছ গুচ্ছ শব্দে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০১-০৫-২০২১ | ১০:০৮ |

     চমৎকার কারুকার্য।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০১-০৫-২০২১ | ১৯:২৫ |

    বৃষ্টিহীন চৈত্রের সোনালী বিকেলে আজ সবই যেন  কবিতা হয়ে গেছে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...