আজও এক আকাশ মেঘ মহলে ঝড়ো বাতাস ছিল অনুভব করার মতো
শুধু বৃষ্টি ছিল না,
যদি এমন হয় কখনো
টিপটিপ বৃষ্টি, কয়েক ফোঁটা বৃষ্টি
বৃষ্টির ফোঁটায় বকুল ঘ্রাণ অবাক করেছে আমাকে,
ফাগুন বেলা যায় যে বয়ে
ভাললাগা স্পর্শ করেছে এই মনে।
আষাঢ়ের প্রথম সকালের বৃষ্টি
রিমঝিম বৃষ্টির ফোঁটায় কদম ঘ্রাণ অবাক করেছে আমাকে,
মেঘলা বিকেল
ভাললাগা স্পর্শ করেছে একটু একটু করে:
আজ না হয় বসন্ত বিকেলে বৃষ্টি নামুক
এই মন বৃষ্টির ছোঁয়ায় সিক্ত হোক :
একটু ব্যস্ততার এই শহর ছেড়ে অন্য রকম বৃষ্টি ঝরুক
তবু একটা কিছু হোক :
না হয় শুধু বৃষ্টিই ঝরুক
বৃষ্টির ছোঁয়ায় ভাললাগা স্পর্শ করেছে এই মন
কতদিন কতকাল বৃষ্টির দেখা নেই
আজ সন্ধ্যায় খুব করে গোলাপ শাখায় বৃষ্টি নামুক।
কোন কোন সন্ধ্যায় এ আমি চাই —
কোন এক রাতে মেঘের দিকে তাকিয়ে আমি শুধু বৃষ্টিই চাইব
আমার সম্মুখে তখন বৃষ্টি থৈ থৈ ইচ্ছে জল সমুদ্র।
loading...
loading...
দারুণ কাব্য
loading...
মনো জগত বা মনো ভাবনার অসাধারণ মেল বন্ধন। অভিনন্দনে শুভাশীষ রইলো।
loading...