দশটি অনুকাব্য

(১)
কারো কোন দোষ নেই
নেই কোন ভুল,
অসময়ে কাছে আসার
দিতে হচ্ছে মাশুল।

(২)
পাখিরা নিজেদের নীড়ে ফিরে যায়
নদীগুলো মিলিত হয় মোহনায়,
আমি একযুগ ধরে অপেক্ষা করছি
তোমার সাথে মিলিত হওয়ার নেশায়।

(৩)
এক সমুদ্র ভালোবাসা নিয়ে
অপেক্ষায় ক্লান্ত মন,
সুখের দেখা মিলবে সেদিন
তুমি আসবে যখন!

(৪)
হাত নিশপিশ করে চাঁদ ছুঁতে
সে তো অনেক দূর আকাশে,
তোমার মুখটিও ছুঁতে পারিনা
কম তো নয় চাঁদের থেকে !

(৫)
কোন ওষুধে কাজ হয়নি
ডাক্তার কী আর জানে –
আমার শরীর মনের অসুখ
তোমাকে দেখলেই ঠিক হবে !

(৬)
যেমন আছো
তেমন থেকো
বদল চায় না
একটুও…
খুশির পরশ
লাগুক প্রাণে
স্বপ্ন ছেড়ে
বাস্তবেও…

(৭)
তোমার মায়াবী প্রেমে
এমন গোলকধাঁধায় আটকে আমি,
যেখানে দরজা অনেক
কিন্তু প্রতিটি দরজা খুললেই তুমি।

(৮)
হাজারো দীর্ঘশ্বাস শান্ত হয়ে যায়
তোমাকে একবার দেখলে,
হাজারো ঝগড়ার অবসান ঘটে
তুমি সামনে চলে এলে।

(৯)
তুমি ছাড়া কবিতা চর্চা
সেতো স্পন্দন ছাড়া হৃদপিণ্ডের মতো।
তুমি ছাড়া আমার জীবন
সেতো আত্মা ছাড়া শরীরের মতো।

(১০)
তোমার চোখে স্বপ্ন অনেক
আমার বুকে ভালোবাসা,
তোমার বুকে কষ্ট অনেক
আমার চোখ জলে ভাসা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৪-০৪-২০২১ | ১৭:৩৭ |

    অসাধারণ একটা কাব্য শৈলী 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৪-০৪-২০২১ | ১৯:৫১ |

    দশটি মুগ্ধতা একত্রে যোগ করে আপনার জন্য শুভেচ্ছা রাখলাম কবি মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৪-০৪-২০২১ | ২০:০০ |

     চমৎকার অনুভূতির উপস্থাপনা ,কলম চলবে অবিরাম 

    GD Star Rating
    loading...