কাণার হাটবাজারে, কানায় কানায় ঠেলাঠেলি
মঞ্চ করে মাইক বাজিয়ে করছে গালাগালি
এখানে দিন কাণা, পরের ক্ষেতে দিচ্ছে হানা
ওখানে রাত কাণা আলোর পথে দিচ্ছে মানা
কেউ দেখি ভাই হয় মাজহাব কাণা
কেউ দেখি পীর খোঁজে হয় ফানা ফানা
নবীর প্রেমের কথা বলে নবীরে ফেলে দূরে
যে জন বড় জনা তাকিয়ে দেখি কাণার ভীড়ে
ডক্টর কাণা অহংকারে, মোল্লা কাণা অবিচারে
আমি কবি বলে, দোষ আসে আমার নীড়ে
কাণায় কয় কাণারে কাণা পথ তোর ভালা না
জ্বালিয়ে নিয়ে আলোর বাতি তাদের দেখিনা, না
আলো ভেবে নিব আলো এই করি পন,
দেখি, ধর্ম নামে অন্ধকারের বিজ্ঞাপন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বেশ চমৎকার রচিলেন
loading...
আমরা যখন প্রথম দিকে লেখা পোস্ট করতাম তখন পাঠ প্রতিক্রিয়া জানতে অধীর আগ্রহে বসে থাকতাম। অনেক পাঠকের সরাসরি প্রতিক্রিয়া জানতে পারতাম। নিজে অন্যের লেখায় প্রতিক্রিয়া জানাতাম।
ব্লগের সেই সময় এখন আর নাই।
তবু লেখা পোস্ট করে তাকিয়ে থাকি কেউ কিছু বলল কিনা। কিছু প্রতিক্রিয়া দেখি কেবল প্রসংশা করে। আমি ভাল লাগা মন্দ লাগা জানতে চাই।
ভালো থাকবেন। শুভকামনা।
loading...
আপনার সহ আপনাদের কবিতা বা লিখা পড়লে মন আশাবাদী হয়ে উঠে। নিজের লিখার দম ফুরোলেও লিখা পাঠের যে আনন্দ থাকে সেটাকে খুঁজে পাই। শুভেচ্ছা প্রিয় কবি।
loading...
আমাদের এখানে লেখক আছি অনেক। পাঠক নাই। এই ব্লগের সৌভাগ্য যে এখানে মুরব্বি আছেন।
জানি না বা বুঝতে পারি না আমার লেখার কোন পাঠক তৈরি হলো কিনা তবে জানি অনন্ত একজন মহৎ পাঠক আছেন, যা-ই লিখি না কেন, পড়েন।
লেখা পোস্ট করে তাকিয়ে থাকি আপনি লেখাটি দেখলেন কিনা পড়লেন কিনা বা মন্তব্য করলেন কিনা। আমি আপনার শুধু প্রসংশা নয়, ভাল লাগা বা মন্দ লাগা উভয়ই জানতে চাই।
আপনার সুস্থতা কামনা করি।
loading...