লিমেরিক

illustra

(১)
অবসরে পড়লে মনে, আমায় একবার ফোন দিও
আমায় যদি ভালো লাগে, ভালো লাগায় মন দিও

শীত ভোরের কুয়াশা
মনের সব স্বপ্ন-আশা

তোমায় পাওয়ার অংক কষি, মনের ভেতর ফন্দিও।

(২)
মিষ্টি হেসে আসলে কাছে, আমার প্রেমের শহরে
বিকালবেলায় সূয্যি ডোবে, তিন ঘণ্টার প্রহরে

বাড়তি যত বায়না
ভাঙা নতুন আয়না

বৃষ্টিও আজ নামছে দূরে, ঝমঝমিয়ে অঝোরে।

(৩)
পাহাড় থেকে নামছে দেখো, জলপরী এক ঝর্ণা
ভালোবাসার নদী হবে, মিটবে মনের তৃষ্ণা

সময় যাচ্ছে ফুরিয়ে
দেখছি মুখ ঘুরিয়ে

মনের ভেতর তোমার বাস, মনই তোমার আস্তানা।

(৪)
তুমি আমার কবিতার রসদ, আমার ভাবনার প্রাণ
তোমায় খুঁজি বাস্তবে, সপ্নেও পাই তোমার ঘ্রাণ।

আবার ওই চার দেয়ালে
লোকচক্ষুর অন্তরালে।

চার হাত এক হয়ে, করবো স্মৃতির পাহাড় নির্মাণ।

(৫)
আসলে আসুক বৃষ্টি, ভিজবো আমি অবেলায়
পুকুরে ঝাঁপ দেবো, ডুববো আবার এই খেলায়।

বৃষ্টির আদূরে ছোঁয়া
আনন্দে চার পোয়া।

তুমি শুধু কাছে ডাকো, প্রেমে পড়বো পুনরায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৪-২০২১ | ২১:১৬ |

    বৃষ্টির আদূরে ছোঁয়া
    আনন্দে চার পোয়া।

    তুমি শুধু কাছে ডাকো, প্রেমে পড়বো পুনরায়।

    ___ আমার কাছে অসাধারণ লাগলো লিখাটি কয়েকবার পড়তে গিয়ে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১০-০৪-২০২১ | ২৩:২১ |

     মারভেলাস ও ক্রিয়েটিভ প্রকাশ।

    GD Star Rating
    loading...