পাতা কুড়োতে এসে
আমারই হাত
সবুজ পাতায় ভরে গেছে
পাতার সবুজাভায় অনেক কষ্ট লুকোনো আছে
হলুদ কষ্ট :
আমাকে ভীষণ কষ্ট দিয়েছে
চৈত্রের নগ্ন বিকেলের কষ্টরা মেঘ কথার গল্প হয়ে ছড়িয়ে গেছে,
এক আকাশ…
এ শহর এক জীবনের জীবন্ত গল্প হয়ে উঠেছে –
এক পা’য় নূপুর পরা মেয়েটি বিপন্ন গোধূলির বিষণ্ন সন্ধ্যায় কম্পিত ঠোঁটে –
ভুল জীবনের একটা গল্প বলেছে,
গল্পের গভীরে শিশির পতনের শব্দ ছিল
নষ্ট অতীতের কষ্ট ছিল ;
শিশির কখনও ভোর দেখেনি
সবুজ পাতা বাহার স্বপ্ন ছুঁয়ে আছে স্নিগ্ধ ভোর,
ভোরটা দূর্বা ঘাসে ঘুমিয়ে ছিল..
চুপিচুপি বৃষ্টি এসে ফিরে গেছে চাপা অভিমানে –
নীল মেঘ, সাদা পাতা পোড় খাওয়া জীবনের কথা বলে —
কতগুলো রাত নির্ঘুম থেকেছে
এবং এক সময়..
ক্লান্ত রাত গুলো
নিঃশব্দে ঘুমিয়ে গেছে !
শেষ বিকেলের মেয়েটি
মেঘ কথার গল্পের পাশে –
একটি গোলাপ হাতে
প্রতীক্ষার সিঁড়িতে অনন্ত কাল দাঁড়িয়ে আছে।
তারিখ 08.04.2021
loading...
loading...
চৈত্রের নগ্ন বিকেলের কষ্টরা মেঘ কথার গল্প হয়ে ছড়িয়ে গেছে,
এ শহর এক জীবনের জীবন্ত গল্প হয়ে উঠেছে। __ সুন্দর শব্দকথা।
loading...
দারুণ লেখা ।
loading...