পালক ঝরে পড়া বসন্তকাল

167595324_102

এই বসন্তেও আমার আরো একটি পালক খসে পড়েছে
শুক্লা দশমীর আদুরে চাঁদ যেমন তাঁর রাত কাটিয়ে
হেঁটে যায় শেষ মৃত্যু পূর্ণিমার দিকে ঠিক তেমনই
এই আলোর অানন্দ শেষে শুরু হবে নূতন যাত্রা
হীম অাঁধারে পথে অনুভূতিহীন শরীর ফেলে রেখে
হেঁটে হেঁটে চলে যাবো কোন কল্পিত জগতে।

প্রশ্নেরা জেগে থাকে তবু অপূর্ণ বাসনায়…
আমি কী ভালোবাসতে পেরেছিলাম;
আমাকে তৈরীর সেই সৃষ্টিকর্তাকে, আমার মা’কে
বাবা’কে, আমার শিক্ষা গুরুদের
আমি কতটা ভালোবেসেছিলাম
আমার সন্তানদের, ভাই, বোন, বন্ধুগন
কিংবা সহধর্মিণীকে…
তার উত্তর শরীর আর দিতে পারবে না তখন,
আর প্রাণ……
সে তো এক বন্দীদশা থেকে মুক্তি নিয়ে
অন্য এক চির বন্দী নিবাস যাবে।

এই অপার সুন্দর দুনিয়ায় অামি কে!
শুধু আমি কেন!
পৃথিবীর প্রতিটি প্রাণ এক একটি পপঅাপ
মাত্র কয়েক সেকেন্ড স্থায়িত্ব
এর মধ্যেও কত শত নিজেরই বিজ্ঞাপন প্রচার কিংবা
ক্ষমতা নামের পণ্যটির প্রসার নিয়ে ব্যাস্ত।
আমি, তুমি কিংবা আমরা কেউই এই
চক্রের বাহিরে যেতে পারিনি, পারিনা, পারবো না, তবে
হয়তো হতে পারে আমাদের প্রকাশের ধরনটা ভিন্ন।
এই বসন্তে আমি আরো একটি পালক হারালাম
যেমন প্রতিটা দিন তার সময়ের ক্ষয়ে যাওয়া
আলো নিয়ে হেঁটে যায় রাতের
অন্ধকারের গহব্বরে।
=============♠♠============

**ছবিটি কক্সবাজার থেকে তুলেছিলাম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৪-২০২১ | ৭:৫০ |

    প্রতিটা দিন তার সময়ের ক্ষয়ে যাওয়া
    আলো নিয়ে হেঁটে যায় রাতের
    অন্ধকারের গহব্বরে। ___ অনুভবের সরল শাব্দিক প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৩-০৪-২০২১ | ৯:৫৯ |

       অনিন্দ্য সুন্দর উপস্থাপন 

    GD Star Rating
    loading...