এখন আমার যাবার ঘণ্টা বাজে

হয়ত হাটছ নগর রাজপথে,
হয়ত তুমি পেরুতে
একটা দারুন গানের সুর বাজে,
তোমার হৃদ সৈকতে
থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে চাও,
তোমার পরান ছুটে
নিজেকে খোঁজে ঘুরে দেখতে কি পাও
বাংলার ফসল মাঠে!

হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।
যখন মায়াবী গানটি তালে গাও
অনিন্দ্য আয়োজনে
তাহারা বাইতে কি চায় নিজ নাও
বাংলা জলে আনমনে!

এখন উত্তাল সময় ব্যাটে বলে
ক্রিকেট খেলা মাঠে
বাঘের বাচ্চারা খামচে ধরিয়াছে
চড়ে ক্যাঙারো পিঠে
যখন বিজয়ী উত্তাল গান গাও
নাচো মিছিল নৃত্যে
তখন তাহারা সরবে উঠে মেতে
আহা, আনন্দ চিত্তে!
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।

এখন তাহারা কর্মী জাতিসংঘে
বাসিন্দা ওয়েস্টে,
এখন তাহারা কোম্পানি মালিক
সৌদি মিডল ইস্টে।
তাদের জন্ম, বেড়ে উঠা বোস্টনে
পিতার বরিশাল,
যতই সুদূর উপরে তারা তবু
বাংলায় হয় মাতাল।
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।

এখন আমার যাবার ঘণ্টা বাজে
ট্রেনের হুইসিল
বৃষ্টিতে ভিজিয়ে শরীর আনন্দে
হৃদয় স্বপ্নিল
এখন যাবার বেলা দেশের ঋণ
কিভাবে যে শোধাই
সন্তানের মাঝে ছড়িয়ে দিতে তাই
দেশপ্রেম গান গাই।

আমার গানের ট্রেনের অতি গতি
তোমার দিক ছুটে
আমি ততদিনে হবো অতীত স্মৃতি
তুমি ফ্রাঙ্কফুর্টে।
হয়ত তাহারা সুদূর হনলুলু,
হয়ত উত্তাল মস্কো
তাদের চারজন রঙিন সিডনি
দুজন কাঠমুন্ডু।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৩-২০২১ | ১৪:০৯ |

    হয়ত তাহারা সুদূর হনুলুলু,
    হয়ত উত্তাল মস্কো
    তাদের চারজন রঙিন সিডনি
    দুজন কাঠমুণ্ডু। ___ অসাধারণ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ৩০-০৩-২০২১ | ১৪:৫০ |

    চমৎকার রচিলেন ,

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ৩০-০৩-২০২১ | ১৪:৫২ |

      ধন্যবাদ আপনাকে অনেক অনেক। শুভেচ্ছা জানবেন। 

      GD Star Rating
      loading...
  3. জাহাঙ্গীর আলম অপূর্ব : ৩১-০৩-২০২১ | ২১:০২ |

    অসাধারণ লিখেছেন কবিতা খানি। 

    শুভকামনা রইল সতত। 

    GD Star Rating
    loading...