আমি

তোমার দীর্ঘ অনুপস্থিতিতে,
পৃথিবীকে ব্যবহার করতে
আমাকে দিলে অনুমতি!
কিছু ফিরে পাব সেই প্রত্যাশায়, মতিগতি
করে নিয়ে ঠিক
আমি বিনিয়োগ করি অধিক।

বলতেই হয় আমার ইতিহাস
ব্যর্থতার পরিহাস।
বিশেষ করে
টমেটোর পাতা ঝরে
এতটা পোকার আক্রমণ
গুটিয়ে নিতে চায় মন!

তোমার উচিত হবে
অধিক বর্ষণমুখরতা ঝরঝর হয়ে না যেন ঝরে, ভবে
অধিক শৈত্যের রাত যেন না আসে,
পৃথিবীর অন্যখানে তোমার রহমতে হাসে-
সকল প্রাণ পায় উপাদান ঠিক যতটা প্রয়োজন
তুমি কর কি দারুণ আয়োজন!

আর এদিকে আমার বেলায়ঃ
আমি বীজ বুনি তালতলায়
মাটি খুড়ি, বাধি সারি সারি আইল জমিনে
তারপর মাথায় রাখি উল্টো হাত, ‘কেমনে
খাইলরে আমার ফসল মরার পোকায়!’
হাত যায় আবার কোমড় গামছায়।

প্রশ্ন জাগে সারা অংগে
আমার মত হৃদয় খেলে নাকি তোমার সংগে?
তোমার কাছে আলাদা নয় কিছু
জীবন মরন, চিত্ত হরন ছুটি তোমার পিছু।
পোকার পিছনে তুমি কি জানো
আমার হাত কতটা রক্তে রাঙানো?

আমার পাপ করছে অনুতাপ সাধু সাধু বলে
আমিই দায়ী পাকা টমেটো টসটসে গাছেতে ঝুলে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আমি, 1.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৮-০৩-২০২১ | ২:২৬ |

    অসাধারণ একটি কবিতা পড়লাম। 

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৮-০৩-২০২১ | ৮:২৮ |

      কবিতাটি পড়ার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৮-০৩-২০২১ | ২০:১০ |

    কবিতাটি পড়লাম। আবারও সেই বিমুগ্ধ পাঠ। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  3. নাদেরা ফারনাছ : ২৮-০৩-২০২১ | ২০:২০ |

    ভাল লাগলো। 

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৮-০৩-২০২১ | ২১:৫১ |

      আপনার উপস্থিতি অনেক আনন্দ দিল। ধন্যবাদ।  

      GD Star Rating
      loading...
  4. চারু মান্নান : ৩১-০৩-২০২১ | ১৩:১৭ |

    আমাতে তোমাতে বেধে রয় যাপিত কাল, তুমি হয় রইলে সিকেয়

    তবু্ও তুমি আমি রই অবাক্ষ্য শূন্যতা লইয়ে, 

    GD Star Rating
    loading...