দুচোখে সোনার বাংলার স্বপ্ন দেখা
এক বলিষ্ঠ উজ্জ্বল তরুন!
ব্যাথাগুলো লম্বা বাঁশের মতো তরতর
করে বেড়ে ওঠে-
কৃষকের ধানের ক্ষেত বেয়ে চোখের জল ভেসে যায়-
হাওয়াতে জোর গলার চিৎকার- কাকের চুপথাকা- সম্মতি-
রেসকোর্সে ৭ই মার্চের অগ্নিঝরা ভাষন
বাঙালী কখনো বাঙালীদের বুকে র পাথর সরায় না- বুলেটে খানখান করে দেয়-
সাপগুলো বেরিয়ে আসতে থাকে-
স্বাধীন বাংলাদেশের বুকে- মাঠ খাল বিল অফিস স্কুল “বিষে” নীল?
কৃষক, জল, মাছ, প্রকৃতি সংস্কৃতি থাকলেও –
উন্নয়ন থাকে না-
মীরজাফর” দের দেশে “সিরাজদের””
মরে যেতেই হয় ! বাঁচার কোন অধিকার নেই
শুধু ই দেখা যায়
নেউল আর সাপেদের লড়াই?
.
অরুণিমা মন্ডল দাস। কাকদ্বীপ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাংলার বঙ্গবন্ধু। হে কর্মবীর … তোমার বিদেহী আত্মার প্রতি হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি।
loading...
পরিস্নাত লেখা।
loading...