স্বপ্ন ছিল কেউ একজন..
একরাশ জনতার মাঝে
একটি সুগন্ধি ফুল হাতে
একদিন বলবে, “ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন..
কোন এক শরৎ পূর্ণিমাতে
তুষার শুভ্র মুকুটধারী হিমাদ্রিকে
সাক্ষী রেখে বলবে, “ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন..
সুরের মুর্ছনায় প্রাণবন্ত রেস্তোরাঁর
আলো আঁধারি কক্ষে
আমার হাতে হাত রেখে
ফিসফিসিয়ে বলবে,” ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন..
হঠাৎ কোন বর্ষণমুখর সন্ধ্যায়
মেঘের গর্জনে ভীত আমাকে
বুকে জড়িয়ে বলবে, “ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন..
নক্ষত্রময় রাতে নিস্তব্ধ বালুকা বেলায়
কপালে উষ্ণ চুম্বন এঁকে দিয়ে
চিৎকার করে বলবে,”ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন
সকল অপূর্ণতাকে তুচ্ছ করে
নির্ঘুম রাতের অশ্রু মুছে
চাপাস্বরে বলবে, ” ভালোবাসি তোমাকে”।
স্বপ্ন ছিল কেউ একজন
ভালবাসবে চিরন্তন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ্ চমৎকার উপস্থাপন
loading...
ধন্যবাদ।
loading...
কিছুকাল পর আপনার কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি নাদেরা ফারনাছ। শুভ সকাল। আশা করি ভালো ছিলেন। নিয়মিত থাকুন শব্দনীড়ে। ধন্যবাদ।
loading...
আমিও শব্দনীড়ের কবি,লেখক,পাঠকবৃন্দকে
খুব মিস করেছি।
loading...
এবার না হয় নিয়মিত হয়ে যান প্রিয় কবি।
loading...
আহা! দারুন রোম্যান্টীক কবিতা। খুব ভালো লাগলো।
loading...
অনেক অনেক ধন্যবাদ।
loading...
সুন্দর একটা কবিতা উপহার দিলেন, কবি। শুভকামনা থাকলো।
loading...
আপনাদের ভালোবাসাই আমার সৃষ্টির অনুপ্রেরণা, ধন্যবাদ আপনাকে।
loading...
কবিতাটি দৃষ্টি আকর্ষণ করেছিল। মন্তব্য করা হয়নি।
ভালো লাগলো।
শুভকামনা।
loading...