অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
দেখতে পাবে তোমার কপালের মাঝ বরাবর
লাল টিপটি আর নেই।
আমাকে ফিরিয়ে দেবার পরে, তোমার
অনুভুতি গুলো হারাবে তার উষ্ণতা
নরোম বিছানায়, বালিশে আর আরাম কেদারায়।
আমি ফিরে আসার পরে, তোমার
কটিবন্ধনীতে থাকা চাবির গোছা
খসে পরবে সুতীব্র চিৎকারে জীবনের অবগাহনে।
আমি চলে আসবার পরে, তোমার
স্বপ্ন থেকে ফিরে যাবে স্মৃতির আহূতি,
নিয়মের বেড়াজাল তুলেনেবে সময়ের ক্ষার;
অদ্বৈত অনুভবে হবে জীবন অপার!
সত্যি আমি চলেগেলে, তোমার
শাড়ির কুচি অযত্নে আলুথালু শরীরের খাঁজে
চোখের কোণে লেপটে থাকবে মায়াবী কাজল
এলো চুল উড়বে হাওয়ায় টুকরো বিস্মৃতির মত।
অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
তুমি আর তোমাকে খুঁজে পাবে না।
আমাকে ফিরিয়ে দিয়ে
আয়নাতে নিজেকে দেখলে, দেখতে পাবে
সুখের উল্ট পথে হেঁটে যাচ্ছে
জীবনের শীতল কফিন।
========================== ♠♣
loading...
loading...
খুবই চমৎকার লেখা,
loading...
আয়নাতে নিজেকে দেখলে, দেখতে পাবে
সুখের উল্ট পথে হেঁটে যাচ্ছে
জীবনের শীতল কফিন। শীতল প্রতিফলন।
loading...
চমৎকার লিখছেন দাদা।
loading...
দারুণ একটা কবিতা
loading...