আজকে রাতে চাঁদ খেয়েছে আমাকে
আমিও এক আধপোড়া রুটি চাই
ঘুমিয়ে যাবো ভেবেও জেগে আছি
বুকের ভিতরে ছুঁচোর কেত্তন
শুনছি বসে ঠায়।
আজকে রাতে চাঁদের হামাগুড়ি
শরীরে বেশ লাগছিল সুড়সুড়ি:
মাঝে মাঝে হাসির কাঁপুনি এসে
জ্বরের বেশে ছড়িয়ে পড়ে গায়,
চাঁদ জানে না নিজের উষ্ণতা
বিপদ সীমায় জোৎস্না যতই ঢালুক
মাঝ রাতে আমারো শীত পায়।
আজকে রাতে চাঁদের মৌন আলো
আছড়ে পড়ে আমার বিটঙ্কে,
চোখের মাঝে উষ্ণ সূর্য নিয়ে
মৌন মিছিল লাগে না আর ভালো।
দূর হয়ে যা হতভাগা চাঁদ
আলো মানেই তপ্ত কাঞ্চন ক্ষেত্র
বাঁচার জন্য চাইনা বল্লরী
ঘুমের জন্য অন্ধকারই আলো।
====================♠
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চোখের মাঝে উষ্ণ সূর্য নিয়ে মৌন মিছিল লাগে না আর ভালো।
দূর হয়ে যা হতভাগা চাঁদ .. আলো মানেই তপ্তকাঞ্চন ক্ষেত্র
বাঁচার জন্য চাইনা বল্লরী … ঘুমের জন্য অন্ধকারই আলো।
চমৎকার উপভোগ্য একটি কবিতা। শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু খেয়ালী মন।
loading...
অন্তর্নিহিত কাব্য উপাদান সুনিপূণ ভাবে উঠে এসেছে কবিতায়।
loading...