এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।
ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।
শব্দনীড়কে বাঁচিয়ে রাখতে আপনাদের সঙ্গ এবং আর্থিক অনুদান দুটোই প্রয়োজন। যা সম্ভব দশের সহযোগিতা এবং আন্তরিকতা ভালোবাসায়।
জানুয়ারী ২০১৭ মাস থেকে শব্দনীড়কে পুনরায় চালু করা হয়েছে সেই থেকে নিরবিচ্ছিন্ন ভাবে শব্দনীড় চালু আছে। শব্দনীড়ের আয়ের নির্দিষ্ট কোন উৎস নেই। দুই একজন সহৃদয় মানুষের সাহায্যের কারণে শব্দনীড় চালু আছে। সার্ভার কোম্পানী অনেকটা ফ্রীতেই সেবা দিয়ে যাচ্ছেন। করোনাকালে শব্দনীড়ও আর্থিক সমস্যার সম্মুখীন !
আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। যে কোন অনুদান পাঠাতে শব্দনীড় এর অফিশিয়াল এবং পার্সোনাল হিসাব নাম্বার সংগ্রহে রাখুন। শব্দনীড় সর্বজনীন। মুক্ত বাক্ স্বাধীনতায় শব্দনীড় সকলের পাশে।
প্রবাস থেকে :
Azad Kashmir Zaman.
Mobile # +880 1743 918 919
NID : 464 228 1986
loading...
loading...
নাম্বার নিয়েছি । দেখি কিছু করতে পারি কিনা।
loading...
ধন্যবাদ, আমিও চেষ্টা করছি। অল্প কিছু হলেও। বর্তমান অনলাইনে ক্লাউড ফাউন্ডিং বলে একটা কথা আছে।
জনপ্রিয় কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে সবাই মিলে বাঁচিয়ে রাখার চেষ্টা।
এককালীন বা মাসে মাসে অল্প কিছু সাহায্য শব্দনীড় কে বাঁচিয়ে রাখতে পারি। এই সাহায্য দিয়ে নিজেও শব্দনীড় এর একজন বলে অহংকার করি।
loading...
আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে।
loading...
এভাবেই এগে যাক পাশে থাকার সুযোগ হক
loading...
সবাই মিলে যেকোন কাজ করলে কাজটা যেমন সহজ হয়, এক দুইজনের উপর চাপ পড়ে না।
সবার সাথে থাকাব ইনশাআল্লাহ।
loading...
শব্দনীড় মানে প্রাণের নীড়। আমার নীড়, সবার নীড়। এই নীড়ের জন্য সদা পাশে আছি এবং থাকবো। বকাশ হিসাব নম্বর রেখেছি। চেষ্টা করবো কিছু করার জন্য। শব্দনীড়ের সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।
loading...
শব্দনীড়ের সাহায্যে এগিয়ে আসার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের প্রতিশ্রুতিতে আলো দেখতে পাচ্ছি। অল্প কয়েক দিনের মধ্যে আমরা এ বিষয়টি কি ভাবে সকলের সাথে বিস্তারিত আলোচনা করা যায় তা ভাবছি,তাঁর জন্য নতুন একটা প্লাটফরম তৈরী করার কথাও ভাবছি। পাশে থাকুন ।
loading...
নম্বর সংগ্রহে রাখলাম। সাধ্যনুযায়ী চেষ্টা করবো।
loading...
জন্মলগ্ন থেকে শব্দনীড়ের সাথে ছিলাম। বহু বস্ততার কারণে একটু দূরে থাকলেও নীড় আমার প্রাণেই আছে।সাথে থাকবো ইনশাআল্লাহ!..
loading...
এখানে অনেকে মন্তব্য করেছেন, সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
আলহামদুলিল্লাহ।
শব্দনীড়রের ব্যয় নিয়ে আর ভাবতে হবে না।
loading...
বাঁধভাঙা ঢেউয়ের শব্দ! শব্দনীড় বেঁচে থাকুক অন্তত।
loading...