তোমার হৃদস্পন্দনে……
রহস্যময় সেই রাতের নির্জনে
কিছু জ্যোৎস্নার কণা কিছু শবনমী অনুভব
কয়েক ফোঁটা বিদেশী গন্ধ,
কিছু সুগভীর অন্তরঙ্গের মধুরতা,
অসীম এক জীবনের উপলব্ধি অস্তিত্ব তোমায় নিয়ে,
তুমি যে পঞ্চপল্লবের অজস্র স্পন্দনে প্রতিনিয়ত আত্মসুখে ভেসে থাকো মনের সব পাতা জুড়ে
তুমি যে মিশে আছো আমার রক্তরসের প্রতিটি অনুতে অনুতে,
জড়িয়ে আছো শিরায় শিরায় ধমনীর রাজপথে,
সারাদিনমান আমার ভালোবাসায় অনাবৃত মাদকতায় ভিজিয়ে,
হৃদয়ের প্রতিটি সোহাগী স্মৃতির টলটলে আবেশ
রাশি রাশি সুবাতাস হয়ে বহন করে তোমার আমার
বেহিসেবি ভালোবাসার স্মারকচিহ্ন,
ঐ সমুদ্রের গর্জনে কান পেতে শুনে দেখো
আমার সেই ডাক ,
যা সাদা শুভ্র ফেনিল ঢেউয়ে আছড়ে পড়ছে তীরে,
নিজেকে নিজের ভিতর নিমজ্জিত
করছি সেই অতল যাত্রায়
সেই যাত্রায় শুধু তোমাকেই খুঁজেছি,
ধুকপুক হৃদয়ে নিঃসংকোচে বলে যাই আমি তোমাতেই জুড়ে আছি
মিশে আছি তোমার হৃদস্পন্দনে……………..
— ফারজানা শারমিন
১৪ – ০২ – ২০২১ ইং
loading...
loading...
'তুমি যে পঞ্চপল্লবের অজস্র স্পন্দনে প্রতিনিয়ত আত্মসুখে ভেসে থাকো মনের সব পাতা জুড়ে … তুমি যে মিশে আছো আমার রক্তরসের প্রতিটি অনুতে অনুতে।'
___ লিখায় অনুরণন অসাধারণ ফুটে উঠেছে প্রিয় কবি। শুভ দিন।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা অফুরান………………….
loading...
সুন্দর লিখেছেন। ফাগুনের শুভেচ্ছা
loading...
অনেক ফাল্গুণের শুভেচ্ছা রইল কবি আপু
loading...
অসংখ্য ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা……………..
loading...