বৃত্তের মাঝে বন্দি জীবনদশা
তোমাতে আমাতে কাঁটার ক্ষরণে গাঁথে
সংসার ভেঙ্গে চৌচির হওয়া দাগে
নতুন কোন জীবনের গল্প আঁকে।
সুখের কোকিল বসন্ত দিনের সাথি
বোঝেনি অবুঝ জীবনের মানচিত্র
নোঙ্গর করা জীবনের নৌকাখানি
ভেসে গেছে আজ প্রবল স্রোতের টানে।
সুখের চড়ুই নীড় বেঁধেছিলো যেই ঘরে
দুঃখের দহনে বেহিসাবের ফলাফল
আমিও কেঁদেছি রক্ত গোলাপ হাতে
তোমার চোখেও বেদানা অশ্রু জল।
ভুলকরা দিন চলে গেছে সেই কবে
নিপীড়ন ক্ষনে বিবেকের পোড়া স্বাদ
আমাদের মাঝে ধর্ম দেয়াল তোলে
পারিনি বুঝতে জীবনের চাষাবাদ।
তোমাতে আমাতে করেছে যে বিভাজন
সময় অসময় তাকেই স্মরণ করি
তৃষিত বুকে শান্তির সুধা পেতে
মন মন্দিরে তাহার প্রাসাদ গড়ি।
তবুও যখন মাঘ নিশি শীতে জাগে
তুমি আমি জাগি জীবনের ক্ষুধা নিয়ে
পুড়ে যাওয়া জলে কলমি লতার মত
আমাদের জীবন নরম মটিতে বাঁচে।
====================== ♠♥♠
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তোমাতে আমাতে করেছে যে বিভাজন
সময় অসময় তাকেই স্মরণ করি
তৃষিত বুকে শান্তির সুধা পেতে
মন মন্দিরে তাহার প্রাসাদ গড়ি।
loading...
বেশ ছন্দময় কবি দা
loading...
শুভেচ্ছা গ্রহণ করবেন প্রিয় মন দা।
loading...
ভালোবাসা প্রিয় খেয়ালী মন ভাই।
loading...