আমার দরজায় কেউ একজন কড়া নেড়েছিলো
সে তুমি নও অন্য কেউ, হয়তো মাঘের শীত।
তখন আমি অাবৃত ছিলাম পশমি পাখির পালকে,
সকালের অালস্য ভেঙে জেগে উঠতে পারিনি যেমন
জেগে ওঠে সকালের কচি রোদ লাজুক পাতার ফাঁকে।
জীবনের বাঁকে জমেথাকা প্রতিটি ঋতুই একটি অতিথি পাখি
তোমারই মত ঘুরেফিরে আসে গান গায়, গল্প করে
তারপর শরীর ভিজিয়ে
নিজেকে তৃপ্ত করে ফিরে যায় পরদেশী মেঘের মত।
আমার গভীর থেকে ফিরে গিয়েছে কেউ একজন
সে তুমি নও অন্য কেউ, হয়ত পড়ন্ত বিকেলের রোদ।
আমি তাঁকে ফেরাতে পারবোনা বলে পিছু ডাকিনি
সেই থেকে পিছুটান আমাকে ডুবিয়ে দিয়েছে।
প্রজাতির জীবনদশার মত সরল বিশ্বাসে জমেথাকা
পালকের উষ্ণতা হারিয়ে গাঢ় কুয়াশার শীতে কু আশা নিয়ে
বারংবার অভাব দেখেছি সময়ের ক্ষয়ে যাওয়া পথে।
যাপিত জীবনে বয়ে চলা সময়ও একটি অতিথি পাখি
তোমারি মত ভিন্নভিন্ন নামে ফিরে আসে, কখোনো বৃ্ষ্টি ঝরায়,
কখনো রোদ ঝলমলে দিন, কখনো বা বৈরী সমুদ্রের ঢেউ যে কিনা
নিজের ইচ্ছে পূরণ করে খুব শান্ত মেজাজে ফিরে যায় প্রকৃতির বুকে।
আমাকে এঁকেছিলো কেউ একজন, সে তুমি নও অন্য কেউ হয়তো আকাশ
তার জমে থাকা বিন্দুবিন্দু জলে কাজলের রঙ দিয়ে গড়েছিলো এক ছায়া মূর্তি
আজো আমি তাকে বহন করি আমার প্রতিটি অালোক বিন্দু দিয়ে।
===========================♠♠
loading...
loading...
জমে থাকা বিন্দুবিন্দু জলে কাজলের রঙ দিয়ে গড়েছিলো এক ছায়া মূর্তি
আজো আমি তাকে বহন করি আমার প্রতিটি অালোক বিন্দু দিয়ে।
loading...
অনিন্দ্য সুন্দর রচনাশৈলী।
loading...
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
loading...