এক বিচ্ছেদের তীর

164_n

হে আমার প্রেম
আমাকে এমন এক বিচ্ছেদের তীর
বুকে ছুড়ে দিয়েছো যার আঘাতে আমি
কতোটা জর্জরিত,
তা ব্যক্ত করার ভাষা আমার নেই।

হৃদয় ঝলসানো কষ্ট নিয়ে
দুচোখে অশ্রু ধরে তুমিহীনা
এই বেচে থাকা আমার,
তুমিহীনা এ জীবন এক মরুভূমি
প্রতিটা রাত যেন আমাবস্যার অন্ধকার।

তোমাকে ছাড়া আমি অসহায়
আমি নিরুপায় –
এ হৃদয় তোমাকে ফিরে পেতে চায়
তোমার ভালোবাসার মাদকতায়,
জীবনের কাছে আর কিছু চাওয়ার নেই,
হে প্রেম আমার,
বিদায় ডাকছে ওই
তোমার পানে তবুও চেয়ে রই
দুচোখে অশ্রু ভরে
বলছি মিনতি করে
ভূলে যেও সব ব্যথা
যদি না হয় আর ফিরে দেখা
হয়তো দিন ফুরিয়ে এসেছে এ পৃথিবীতে আর
এ হৃদয় বলছে
অনর্থক তোমার জন্য এ প্রতিক্ষা আমার,
হে প্রভু কেন এই অসহ্য যন্ত্রণা
হে হৃদয় কেন এই নিরবতা ?

আমাকে নিঃশেষ করেছো তুমি
আমার সামনে যেন মৃত্যুর খঞ্জনী
এই নিরবতা
আমি শুনতে পাচ্ছি তার আগমন ধ্বনি…….

— ফারজানা শারমিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০১-২০২১ | ২০:২৬ |

    কবিতার বক্তব্য এবং কবিতায় ব্যবহৃত প্রচ্ছদ মিলন অসম্ভব সুন্দর হয়েছে।

    প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় কবি ফারজানা শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৯-০১-২০২১ | ১:২৩ |

    বেশ চমৎকার , ভালো লাগা অপরিসীম । 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ১৯-০১-২০২১ | ১০:৫৬ |

    অসাধারণ অসাধারণ কবি আপু

    GD Star Rating
    loading...