যদি কোনো বেভুল বিকেলে-
বাউল বাউল হাওয়া
দেয় ডানা মেলে।
অশথের প্রিয়শাখা থেকে-
পাতাগুলো নেচে ওঠে
বুনোসুখ মেখে।
পাখিদের আঁখিভাষা যদি-
সুরেসুরে লেখে বুকে
শ্রাবণের নদী।
ফুল যদি ভুল রঙ আঁকে-
সামাজিক প্রজাপতি
না খোঁজে গো তাকে।
না বলা কথারা যদি জাগে-
প্রাণময়ী কবিতার
প্রিয় অনুরাগে।
সেইদিন নীরব ভাষাতে-
একবার যদি ডাকো-
রয়েছি আশাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রেমের পদ্য,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর ছন্দময় কবি দা
loading...
ভালো লাগার মতো কবিতা বরাবরের মতো আবারও উপহার দিয়েছেন প্রিয় কবি।
loading...
অনন্য প্রকাশ করলেন প্রিয়।
loading...