কত কথা বলা হয় নি তোমাকে
হৃদয় থেকে মুখে আসতে পারেনি,
দম ফুরিয়ে কোথাও হারিয়ে গেছে।
কতদিন জিজ্ঞেস করা হয়নি
এখনও কেন তোমার চোখ লাল?
ডার্ক সার্কেল আরও কতদিন
তোমার দু-নয়নকে অন্ধকার করে রাখবে।
কতদিন তোমায় বুকে জড়িয়ে ধরা হয়নি,
তোমার সব কষ্ট, চিন্তা দূর করিনি এক নিমেষে
খুশিতে তোমার চেহারায় দেখিনি মায়াবী হাসি।
কতদিন দুঃখের নদী থেকে সুখের সাগরে
মিশে যায়নি,
বিরক্তিকর সফর হয় না শেষ,
মোহনা না জানি কত দূর।
কতদিন স্বপ্নগুলো স্বপ্ন দেখা থেকে চাইছে ছুটি
অসম্পূর্ন স্বপ্নের বোঝা তাদেরও না পসন্দ
স্বপ্নপূরণের খুশিতে তারাও হতে চাই মাতাল।
কতদিন এভাবে রাতগুলো কেটে যাবে
বালিশ ভিজিয়ে, স্বপ্ন বুনে, অপেক্ষায়..
ডান কাত হলে কবে দেখবো তোমাকে শুয়ে থাকতে
আমার পাশে, আমার বিছানায়।
কতদিন এই রঙের দুনিয়া লাগবে সাদা কালো
কতদিন দুয়াগুলো কবুল না হয়ে ডুকরে কেঁদে মরবে,
কতদিন পাওয়ার ইচ্ছা আর না পাওয়ার দুঃখ নিয়ে
কাটবে দিন, কাটবে মাস, কাটবে বছর…
একটানা রাত দেখে বিরক্ত। এবার প্রভাত হোক।
এই মন বেচারা, নতুন ভোর দেখতে চাই।
loading...
loading...
Excellent writen
loading...
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা
loading...
কাটবে দিন, কাটবে মাস, কাটবে বছর…
একটানা রাত দেখে বিরক্ত। এবার প্রভাত হোক।
এই মন বেচারা, নতুন ভোর দেখতে চাই।
loading...
ভালোবাসা প্রিয় মুরুব্বী ভাই
loading...
কবিতাটি বেশ ভাল লেগেছে।
আর একটা কথা। কবিতাটি কমপক্ষে ৩ টি প্যারা হতে পারত। আমি তাই মনে করছি।
পাঠককে একটু শ্বাস নেয়ার অবকাশ দিতে হয়। একটানে পড়লে ক্লান্ত হয় পাঠক।
loading...
অনেক ধন্যবাদ কবি।
আর আপনার পরামর্শ মাথায় রাখবো। ভালো লাগলো।
শুভেচ্ছা

loading...
বেশ ভাবনাময় কবি দা
loading...
ধন্যবাদ প্রিয় কবি।
loading...