রাধা কৃষ্ণের বিলাস…………….
এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ি ফিরে যাচ্ছিলাম,
তুমি এসে পথরোধ করে দাঁড়ালে,
দু’হাত বাড়িয়ে দিয়ে উন্মুক্ত করে দিলে তোমার প্রশস্ত বুকের জমিন,
আমি সকল অভিমান ভুলে গিয়ে তোমার বুকে প্রবেশ করলাম,
তখন বৃষ্টিতে ভিজে গেছে তোমার শার্ট, তোমার বুক
এবং তুমি আমি দুজনেই,
গভীর আলিঙ্গনে তুমি জড়িয়ে আছো আমাকে,
প্রেমের ক্যানভাসে ভালোবাসা সব উথলে উঠেছে,
উত্তেজিত নদী বেপরোয়া ঢেউয়ে,
আমিও ডুবে যাই নদীর বিশালতার মাঝে,
তৃষ্ণার সুবিশাল রাত্রির গহন জলে
ভেসে ভেসে হারাই দুজন জেগে জেগে পোড়াই দুটি মন,
ভালোবাসার শ্রাবণ ধারায় অশান্ত মনের ব্যাকুলতা,
তোমার ঠোঁটে ঠোঁট রেখে এক শান্তিচুক্তির স্বাক্ষরতা,
মেঘের সংঘাতে বিদ্যুতের মতাে প্রাণ দু’জনার উঠেছিল জ্বলে,
তােমারই নৌকোয় আমি যমুনার গ্রামে পৌছে যেতে চাই,
সেই যে যমুনা তীরে রাধা আর কৃষ্ণের বিলাস
হৃদয়ের অব্যক্ত কথা বলে দেবার জেগেছে প্রয়াস,
আজ না হয় দু’জনে ডুবে থাকি কেবলই ডুবে থাকি ভালোবাসায়,
এলোমেলো বিজন রাতের গভীরে সঙ্গোপনে.
শুধু এ হৃদয় জানে —
বুকের ভিতর শূন্যতাকে পূর্ণতা দিতে
কীভাবে শীৎকারের শব্দে স্বপ্ন ছোঁয়া আলিঙ্গনে বিশুদ্ধ প্রেমে…………
— ফারজানা শারমিন ( ছবি সংগৃহীত )
০২ – ১১ – ২০২০ইং
loading...
loading...
বাহ্!সুনিপুণ প্রকাশ
loading...
অসংখ্য ধন্যবাদ………………
loading...
অসাধারণ
loading...
অসংখ্য ধন্যবাদ……………..
loading...
'সেই যে যমুনা তীরে রাধা আর কৃষ্ণের বিলাস
হৃদয়ের অব্যক্ত কথা বলে দেবার জেগেছে প্রয়াস,
আজ না হয় দু’জনে ডুবে থাকি কেবলই ডুবে থাকি ভালোবাসায়।'
এক্সিলেন্ট প্রিয় কবি ফারজানা শারমিন মৌসুমী।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………………….
loading...
বেশ ভালো লাগলো।
loading...
অসংখ্য ধন্যবাদ…………………
loading...