যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,আমি তোমাকে দেখেছি সেদিন তোমার উঠানে, এলো চুলে, তোমার মায়াবী চোখের হরিণি মায়া। তুমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমায়, তোমার বোবা চাহনি! আমি কত বার তোমাকে ডেকেছি !!
যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি বিকেলে সন্ধ্যা তারা ফুলের মতো সুবাসিত আলোড়ন, তুমি প্রজাপতির ডানার মতো উজ্জ্বল, তুমি রাজসভা।
যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি সপ্তরঙা ইঁদ্রধনু অখিল, সপ্তডিঙ্গা,
রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ লিখেছেন , খুব ভালো লাগলো।
loading...
রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়।
loading...