চিঠি দিও, জোসনার খামে ভরে অমাবস্যার ঠিকানায়

45237892

সেদিনের রাত ছিলো মেঘমেদুর; বাতাসে ছিলো হংসমিথুন ছায়া,
জলকেলী শেষে উড়েছিলো সে, আকাশে। স্বপ্নরাজ্যের খোঁজে।
বাতাসে ছিলো মৃদু সোঁদা গন্ধ, বৃষ্টি ছিলোনা কোথাও,
দেখেছিলাম রুপবতী চাঁদ আর দুষ্টমেঘের প্রণয়
বড় লোভ জেগেছিলো চোর হতে, জোসনা ভেজা সেই রাতে।

তুমি দেখেছিলে কি তা?
পূর্ণিমার চাঁদ যখন জোসনার খামে ভরে চিঠি নিয়ে এলো অমাবস্যার কাছে গতরাতে,
তখন তোমার চুল কি খোলা ছিলো প্রিয়?
তোমার স্বপ্নবোনা আঁচল দমকা হাওয়ার টানে হয়েছিলো কি এলোমেলো?
আটপৌরে লজ্জায় হয়েছিলে কি নত?
নাকি বেঁধেছিলে খোঁপা শক্ত করে পুরনো সেই রুপোর কাঁটায়,
নাকি শব্দবেণী বুনেছিলে তোমার খোলা চুলে জোসনা জলে ভিজেভিজে সেদিনের সেই রাতে, বড় জানতে ইচ্ছে করে।

চিঠি দিও।
চিঠি দিও প্রিয় হা করা ফসলের মাঠ থেকে রৌদ্রের খামে ভরে মেঘমাল্লার ঠিকানায়
চিঠি দিও যমুনার ঘাট থেকে জোসনার খামে ভরে অমাবশ্যার ঠিকানায়।
চিঠি পেলে আমি তোমার ললাট ছোঁবো বৃষ্টি-নূপুর ছন্দে
চিঠি পেলে আমি তোমার চোখের পাতায় চুমু দেবো আধো আলো-আঁধারে
চিঠি পেলে আমি হবো দুষ্টমেঘ তুমি রুপবতী চাঁদ
আমাদের প্রণয় পরাগে ফলবতী হোক পৃথিবীর সব গাছ।
চিঠি দিও।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-১০-২০২০ | ১০:৩৬ |

     

    "চিঠি দিও প্রিয় ফসলের মাঠ থেকে রৌদ্রের খামে ভরে মেঘমাল্লার ঠিকানায়
    চিঠি দিও যমুনার ঘাট থেকে জোসনার খামে ভরে অমাবশ্যার ঠিকানায়।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৬-১০-২০২০ | ১৫:০৯ |

    চিঠি পেলে আমি তোমার ললাট ছোঁবো বৃষ্টি-নূপুর ছন্দে
    চিঠি পেলে আমি তোমার চোখের পাতায় চুমু দেবো আধো আলো-আঁধারে ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৬-১০-২০২০ | ১৮:৩৫ |

    ভীষণ ভীষণ ভীষণ ভাল একটি কবিতা পড়ালেন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ০৬-১০-২০২০ | ১৮:৩৬ |

    অসাধারণ। 

    দারুণ উপমা

    অনেক ভালো লাগলো। 

    ধন্যবাদ জিয়া ভাই, অসাধারণ কবিতাটি আমাদের উপহার দেয়ার জন্য। 

    সতত শুভকামনা।         

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ০৭-১০-২০২০ | ৮:৪৯ |

    চিঠির লেখা আর শব্দ কিন্তু চমৎকার হয়েছে দাদা। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।     

    GD Star Rating
    loading...