_______আচমকা প্রেম
একদিন সেই দিন
আরশিতে তোমার পারদ খসে পড়ে
তবুও যত্ন আত্তির কমতি নেই।
বাড়ন্ত বেলার তেজ! দিগন্ত দুরে পালিয়ে যায় চুপি চুপি
তোমার বারান্দার কার্নিশে
চুড়ই জটলা; তোমার মৌনতা টুটে যায়
আঁধিয়ার আঁচলে জলের পটলা এখন
ধোঁয়াশা মেঘের পাহাড়।
ইজি চেয়ারে ঝিমুনিতে
তুমিই বুঝি রেখেছ জেইয়ে!
আচমকা প্রেম;
অকার্সাৎ হারিয়ে গেয়েছিল যা, নক্ষত্র স্ফুলিঙ্গ সম
তা যে ফিরবার নয়। বিরহ পিঞ্জরে
শুধু মেঘের মতো জল ভরে, ফুরিয়ে যায়
নিঃস্ব হওয়ার নিমিত্ত।
১৪২৭/ভাদ্র/০২/বিষয়শ্রেণী: বিরহের/রূপক কবিতা
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বিরহ পিঞ্জরে …
শুধু মেঘের মতো জল ভরে, ফুরিয়ে যায় নিঃস্ব হওয়ার নিমিত্ত। __ শুভেচ্ছা কবি।
loading...
বন্ধুকে আমার কাশ ফুল ভালোবাসা।
এমন আশ্বিনে জীবন কাটুক সুখে,,,,,,,,,,,,,,,,,,
loading...
পড়ে ভালো লাগলো।
loading...
কবি ভাই কে আমার কাশফুল ভালোবাসা।
loading...
অফলাইনে পড়ে শুভেচ্ছা জানিয়ে গেলাম।
সুন্দর।
loading...
কবিকে আমার শারদীয় শুভেচ্ছায়,
ভালোবাসা অফুরান, জীবন বাঁচুক স্বপ্ন সুখে,,,,,
loading...
ভালো লাগার এক চমৎকার কবিতা। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।
loading...
কবিকে আমার শারদীয় ভালোবাসা,
জীবন কাটুক সুখে,,,,,,,,,,,,,,,,
loading...