তোমার পেছনে ঘুরতে ঘুরতে
চাকরির অনুর্ধ ত্রিশ পেরিয়ে গেছে সেই কবে
শুধু যায়নি চিরস্থায়ী জিল্লতির সাম্পান।
কতটা তাচ্ছিল্যের সুর শুনেছি কেউ জানে না,
শুধু জানো তুমি, আমার জীবনসঙ্গী
আমি তোমার দ্বিতীয় স্বত্বা
এইটুকুই স্বীকারোক্তি প্রাপ্তি আমার।
কতজন চিড়েচ্যাপ্টা করেছে
কতজন ঠেলে দিয়েছে অস্থিরতায় অকারণ
কতোদিন নিঃশঙ্ক পৃথিবী হাতড়েছি
কেউ জানে না, জানো শুধু তুমি
এখন আর কোন সক্ষমতা নেই আবেদন করার
ত্রিশ পেরিয়ে গেছে সেই কবে
বুক ফাটার চড়াৎ চড়াৎ শব্দে, শুধু জানো তুমি।
এতো দিন প্রাণ খুলে বেচে গিয়েছি যে উদারতার সম্পদ
আজ তা ফিরিয়ে দেবার প্যাঁচে পড়েছে ঘটিরামের দল
দ্যাখো, আমার শরীরে দুই দিকে কথা বলা লোকের মতন
একটি অবিশ্বাসী জীবাণু কিভাবে মৃত্যু উল্লাস করছে ! দ্যাখো
তুমি ছিটিয়ে দাও জীবাণুনাশক পানি
আমি এখনই কমোডে ফ্লাশ করবো মৃত মানুষকে নিয়ে
উপহাস করা ধর্মতলার জারী গান।
আমিই তোমার দ্বিতীয় স্বত্বা
এইটুকুই স্বীকারোক্তি প্রাপ্তি আমার।
loading...
loading...
'আমি তোমার দ্বিতীয় স্বত্বা
এইটুকুই স্বীকারোক্তি প্রাপ্তি আমার।'
দুটি লাইনের রিপিটেশন কবিতায় এক ধরণের পূর্ণতা এনেছে।
loading...
সাবলীল প্রকাশ, ভালো লাগলো
loading...
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। ভাল।
loading...
সুন্দর কবি দা অনেক শুভ কামনা ওমর দা কেমন আছেন
loading...