আমি না হয় হেরেই গেলাম,
তোমার হলো জয়,
তোমার কথা ভেবেই না হয়
পরান হলো ক্ষয়।
আমি না হয় ঝরেই গেলাম,
তুমি ফোটা ফুল,
তোমার দেয়া দুখেই জেনো
হৃদয় হয় আকুল।
তোমার পথে আছে সাথী,
আমি না হয় একা,
জীবন নদীর ভুলের বাঁকে
তবুও হবে দেখা।
তো্মার হাতে না হয় গো্লাপ,
আমার শুধুই কাঁটা,
ভুলেই না হয় যেও তুমি
ক্ষনিক সাথে হাঁটা।
ভালো্বাসার খেলায় জেনো
জয়-পরাজয় আছেই আছে,
প্রনয় স্মৃ্তি বুকে নিয়ে
একলা মানুষ তবুও বাঁচে।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো্বাসার খেলায় জেনো
জয়-পরাজয় আছেই আছে,
প্রনয় স্মৃ্তি বুকে নিয়ে
একলা মানুষ তবুও বাঁচে।।
এটাই হচ্ছে আশার বাণী। ব্যালেন্সিং কবিতায় শুভকামনা কবি রোখশানা রফিক।
loading...
বেশ ভাবনাপূর্ণ কবি দিদি
loading...
জয় পরাজয় থাকবেই দিদি। তবুও এগিয়ে যেতে হবে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
loading...
আপনি ভালো কবিতা লিখেন ।
loading...