কবিতা লিখি কেন?

Feeling kalponik

খুব কষ্ট পেলাম !
প্রত্যেকবার ভাঙা আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগছে না !
ভালো লাগছে না “ ভালোবাসার ভিখারী। ”হতে!
তুমি জিগ্যেস করেছিলে মুচকি হেসে কবিতা লিখি কেন?
আমি তোমার এলোমেলো চোখগুলোকে আমার চোখে র স্পর্শে স্থির করে বললাম “শান্তি পাই”

এবার ঝড় উঠবেই
বিতর্ক হবেই
তুমি কেমন ভাবে আড়চোখে তাকাবে
বিড়াল কুকুরে ভরে যাবে রাস্তাঘাট

আমার সারা গা জনকোলাহলে ঘিনঘিন করবে
আমি কবিতা লিখতে পারব না
প্রচন্ড বাস্তবতার রোদ্দুরে আমি সুর খুঁজে পাই না
দিগন্তে তাকিয়ে তোমাকে খুঁজি
সেখানেই চড়া রোদে সব স্মৃতিগুলো
আমার শুকিয়ে যায়
আমার কবিতা লেখা নিয়ে মেঘ গাছেদের মধ্যে বিতর্ক হোক
না থাক
ভিক্টোরিয়া র কাছ দিয়ে তোমাকে ঘুরিয়ে আনতে চাই না
চাই না পার্কের হাওয়া ” গুলোতে তুমি মাতো
আমার কেমন প্রেম প্রেম পায় না
ও তো শরীর ”ছুঁলে কেমন ঘেন্না ঘেন্না লাগে
আমার ওড়না র একটা সুতো” র ভালোবাসাতেই তোমাকে আটকে রাখতে চাই?

কবিতা লিখি কেন?
আমাকে বিরহের চকোলেট” দিয়ে চলে যাও
বিষে দগ্ধ আমি
কবিতা র মিঠা তে একটু মজে
শান্তি পাই
ভালোবাসা র ডানা” গুলো তে কল্পনায়
উড়তে!
এবারে বুঝেছো
জল খাবে
কষ্ট হচ্ছে
হ্যাঁ সেতো হবে
আমার হাতের ফুল গুলিকে তুমি যে গুলি করে মেরে ফেলেছো?
ভেবে দেখো তুমি কতটা খুনি?
আমার আত্মা শরীর মন কে শেষ করেছ তিলে তিলে?
যন্ত্রণা তো যন্ত্রণা র পাওনাদা র তাই না?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৮-২০২০ | ১২:১৮ |

    বাহ্। অনেকদিন হবে সম্ভবত … আপনাকে স্বশরীরে পোস্ট নিয়ে উপস্থিত হতে দেখলাম। একরাশ শুভকামনা সহ শুভেচ্ছা রইলো আপনার জন্য কবি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২১-০৮-২০২০ | ১২:২১ |

    কেউ ভালোবাসার মর্মার্থ না বুঝলে তার কাছে ভালোবাসার কী দাম থাকতে পারে, কবি? সে তো তিলে তিলে শেষই করে দিবে নিশ্চিত!
    কবিতার কথায় আগের কিছু স্মৃতিতে হারিয়ে পেলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২১-০৮-২০২০ | ১২:৩২ |

    যে ফুল ভালোবাসা না সে  আদর্শ মানুষ হতে পারে না। 

     

    GD Star Rating
    loading...
  4. এম. হুমায়ূন কবির : ২১-০৮-২০২০ | ১৭:২৬ |

    অসাধারণ, শুভেচ্ছা অফুরান  । 

    GD Star Rating
    loading...
  5. আলমগীর সরকার লিটন : ২২-০৮-২০২০ | ৯:৫৩ |

    চমৎকার কবি দিদি অনেক অনুপ্রাণিত

    GD Star Rating
    loading...