বনলতা তুমি আর
থেকো নাকো আঁধারে,
একলা লাগা ঘোর আঁধারে।
কবেকার কোন্ কবি এক
এসে দু’দণ্ড শান্তি খুঁজে
নেবে বলে, তুমি থেকো না
তাকিয়ে অমন নির্নিমেষ
পথের দিকে আর তাকিয়ে।
সে কবি খুঁজেছে সুচেতনাকে,
সুরঞ্জনা, আকাশলীনা নারীকে।
তুমি কেন বসে রবে এক ঠাঁই
পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের নিভৃত নিরালা কোড়কে?
ছিড়ে ফেলে কাব্য কমলিকার
সুবাসিত হার, আজ তুমি আড়াল
ছেড়ে এসো আলোকিত পথে।
পৃথিবীর পিপাসিত প্রাণের দু’দণ্ড
তৃষ্ণা মেটে আজো তোমারই হাতে।
থেকো নাকো বৃত্তবন্দী তুমি ধুসরিত বিদিশায়
অমন তমসা আঁধারে ঢাকা কবির মানসপটে।
এক আকাশ আলোকের নীচে তুমি খুঁজে নিও
বিজয়িনী বেশ যেথা আঁকা হয় তোমারই ললাটে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
থেকো নাকো বৃত্তবন্দী তুমি ধুসরিত বিদিশায়
অমন তমসা আঁধারে ঢাকা কবির মানসপটে।
এক আকাশ আলোকের নীচে তুমি খুঁজে নিও
বিজয়িনী বেশ যেথা আঁকা হয় তোমারই ললাটে।
loading...
গীতিকবিতা মনে হলো কবি দিদি
loading...
Excellent
loading...
দারুণ
loading...