রাজনীতি ও কবিতা

পায়ে হেঁটে হেঁটে নদী পার হতে যাব
এমন সময় কপলাকুণ্ডলার ” হাত পা চোখ মুখ জলের উপরে
ভাসতে দেখা যাচ্ছে
ডুবছে ভাসছে
সে বেঁচে নেই
শুধু ই পুতুলে” র ওঠানামা—
এটাই রাজনীতি” নামক মাটির মূর্তি!

নদীর ঢেউ
ভেসে যাওয়া পাতা
স্বচ্ছ জল
ঢেউয়ে র দোলাতে দুলতে থাকা নৌকা
সন্ধ্যের শাঁখ
বাঁশির সুরে কেমন একটা আনচান শব্দ
নূপূরের ঝনঝন
শাঁখা র বিবাহিত বিবাহিত গন্ধ
চওড়া সিঁদুর
কেমন কেমন করা মন!
উদাসী কোকিলে র ডাক!
ডুবে যাওয়া ঘটের খেলা!
এটাই কবিতা!

কবিতা” র এই মূর্তিটি সবা র ই মনের কোনে “ভিটামিন” সেজে লুকিয়ে থাকে!
প্রেমের রোগেদের সংগে খেলা করে
দুপুরে ধান শুকোয়
পাশে বাচ্চা রেখে লুডো খেলে
কবিতা” গরিবি র কাদা তে মেখে
আটকে থাকে হৃদয়ের গভীরে?

মাছ ধরে
চেয়ারে রোদ পোয়ায়
রাজনীতি র টেবিল টার মুখ চোখ ভাঙানিতে তাঁর ভয় হয়
সব দড়ি ছিঁড়ে যায়
পাল ছেড়ে দেয় বড় বড়নৌকা
ভেসেলের আওয়াজ টাও কেমন “ স্বার্থপর স্বার্থপর মনে হয়
কুৎসিত গন্ধ র চিৎকার
ফুল গুলোর সৌরভ শুকিয়ে যেতে থাকে যুবতীদের সাজে!

.
_____________
কাকদ্বীপ
দক্ষিন চব্বিশ পরগনা

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৮-২০২০ | ১০:১১ |

    কবিতাটি পড়লাম কবি অরুণিমা মণ্ডল। আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৩-০৮-২০২০ | ১২:২১ |

    বেশ লেখেছেন কবি দিদি

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন–

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০৩-০৮-২০২০ | ১২:৩০ |

    কোমল পরশে শ্রুতিমধুর  চয়ন। 

    GD Star Rating
    loading...
  4. মাসুদুর রহমান (শাওন) : ০৩-০৮-২০২০ | ১৪:৩৯ |

    অনেক চমৎকার লিখেছেন………..

    GD Star Rating
    loading...