চুপ থেকে ভেবে সারা
তুমি জানতে চাইবে কারণটা।
অথচ তুমি খেয়াল করোনি তা।
এমনি করে কেউ কাউকে বুঝি,
আবার বুঝেও না বোঝার ভান করি।
দূরত্বের পরিখা
অযুত আলোকবর্ষ পরে পড়ে থাকে
আমাদের মাঝখানে। ডিঙোতে পারিনা।
গোলাপ থেকে তার সুবাসের আঙরাখা
খুলে নিলে, যেমন পড়ে থাকে অর্থহীন কিছু রঙ,
তেমনি আমার হৃদয় এক দাবানলে জ্বলে যাওয়া বন,
তোমার ঠোঁটের মৃদু উত্তাপ বিহনে।
অথবা ঢেউহীন এক নদী, অন্তঃসলিলা দুঃখের জল বয়ে।
তুমি চাইলে এ মনে বেজে যাবে
অজস্র এস্রাজ ঝংকার। অথবা ছেয়ে যাবে দিন
কালবোশেখীর হঠাৎ নেমে আসা আঁধারে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার কবি দিদি
আগাম ঈদ মোবারক
loading...
"আঁধার। তুমি চাইলে এ মনে বেজে যাবে অজস্র এস্রাজ ঝংকার। অথবা ছেয়ে যাবে দিন।… কালবোশেখীর হঠাৎ নেমে আসা আঁধারে।" ___ চমৎকার লিখেছেন কবি।
loading...
সুনিপুন প্রকাশ।
loading...