যে চিঠির উত্তর আজোও পাইনি

প্রিয়তমা মানসী আমার,
জীবনের অফুরন্ত সময় পেরিয়ে মানুষ যখন যৌবনে পদার্পন করে তখন, সঙ্গী হীন জীবন নিয়ে একাকী বাস করতে পারে না। তাই সে, যে কোন কিছুর বিনিময়ে হলেও সঙ্গীর হাত ধরে বিনিসুতার মালার বন্ধনে আবদ্ধ হতে হয়। একটু সুখ ও শান্তির জন্য। আমি সেই লক্ষ্যে কাংখিত পথিকের মত পথ চেয়ে তোমার নামঃ স্বর্ণাক্ষরে বুকের ভিতর লিখেছি, তোমার প্রেমের ছোঁয়াতে হৃদয়ে শুধু তোমার শ্লোগানই জেগে উঠছে – তাই নিভাতে না পেরে তোমায় পত্র লিখছি।

আমার হাতের প্রথম লিখা পত্র, তুমি যত্ন করে রেখো।
আমি শনিবার তোমার স্কুলের প্রধান ফটকে যাব বেলা ১ঃ০০ ঘটিকায়। আশা করি দেখা হবে। সে পর্যন্ত তুমি ভালো থেকো। শান্তিতে থেকো, কোন দুঃখ যেন তোমার ধারে কাছেও না আসতে পারে, সেই দোয়াই দূর থেকে করি।

পত্রে কোন ভুল হলে অনিচ্ছাকৃত ভেবো।

আমার প্রিয় ব্যান্ডের গানটি দিয়ে শেষ করলাম।।

আবার দেখা হবে, আবার কথা হবে
এখানেই শেষ দেখা নয়———
—————
——- ইতি,
তোমার পরিচিত একজন
তাং ০২/০১/২০০০ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৭-২০২০ | ২০:১৯ |

    আবার দেখা হবে, আবার কথা হবে
    এখানেই শেষ দেখা নয়।

    নিশ্চয়ই দেখা হবে এবং হোক এই প্রত্যাশাই করি হৃদয় থেকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৬-০৭-২০২০ | ২০:৪৪ |

    Fantastic 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৭-০৭-২০২০ | ১০:০৯ |

    বাহ এক সময় এরকম হতো এখন ফোন —————–

    GD Star Rating
    loading...