অতীতের চোখে রাত ভেঁসে যায়,
সুখের মুহূর্তগুলো তখন ঢাল হিসেবে সামনে
এসে দাঁড়ায়;
ঢেউএর সাথে লেগে থাকে সমুদ্র উপত্যকার
সূর্যোদয়;
আকাঙ্ক্ষারা প্রবাহিত হয়; বায়ুও সময়ের
ডানায় উড়ে যায়।
স্মৃতির বারান্দা জুড়ে শুধু তুমি,
চোখের জলের আর্তনাদ সবার মতোই হয়তো
দেখেছো তুমি;
হৃদয়ের আর্তনাদ না লোকজন দেখেছে, না
দেখেছো তুমি;
তোমার স্মৃতিরা সরীসৃপের মতো প্রতিনিয়তই
আমাকে যায় চুমি।
অপেক্ষাতেই থাকি বসন্ত এলে,
নতুন সবুজ পাতার মতো সতেজতা নিয়ে বুঝি
ফিরে এলে;
পৃথিবীর বারান্দা জুড়ে স্মৃতির হলুদ পাতারাও
ঝরে চলে;
আর আমার আজন্মকালের অপেক্ষা শুধু তুমি
আসবে বলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সৃজনশীল লেখা।
loading...
ভালোবাসা রইলো প্রিয়জন
loading...
কবিতাটি পড়লাম। শুভেচ্ছা জানবেন কবি। শুভ সকাল।
loading...
আন্তরিক ধন্যবাদ প্রিয়জন ভালোবাসা অহর্নিশ
loading...
অসাধারণ এক ভাবনার ছুঁয়া কবি দা
loading...
ধন্যবাদ প্রিয় কবি
loading...
অপূর্ব বিরহ গাঁথা শব্দের মালা, শুভেচ্ছা নিরন্তর কবিব।।
loading...
কবিতাটি মন দিয়ে পড়লাম। ভালো লাগলো।
সতত শুভকামনা।
loading...