অন্তরীক্ষে সহস্র নক্ষত্র
অনন্ত দহন যন্ত্রনায় নীলাভ,
ভূধরে বসন্ত নয়, এখন চৈত্রের খরা
ভালোবাসা নেই আর
বুকের পাঁজরে নিদ্রাহীন মৃত্যু স্বয়ং….!
–
দেহঘড়ির চলে প্রহর গণনা
সর্বাঙ্গে পতঙ্গের আস্তানা,
আট কুঠরিতে কিলবিল করে শঙ্কচূড়
চর্ম, গ্রন্থি, অস্থির চলে নিত্য ভাঙ্গচুর।
–
জন্ম – মৃত্যুর মধ্যে জীবন
ন্যায়দণ্ড হস্তে নিয়তি
শুক্লপক্ষ গত, কৃষ্ণপক্ষের তিথি
গৃহ নয়, সমাধির দ্বার অবারিত।
–
অপূর্ণতার নষ্টে -কষ্টে
দেহ – মনে গড়ছে নিরাভরণ সখ্যতা
লিখন ছিল অদৃষ্টে
প্রেম আর বাস্তবতার হবে না মিত্রতা।
–
তবুও …………
অহনার অপেক্ষায় ছিল প্রাণ-মন
ঘুমন্ত নবীন, চলন্ত প্রবীণ,
শিয়রে মৃত্যু সমন, সত্য নির্মম
বড্ড অবেলায় এলে তুমি……প্রিয়তম !!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লিখেছেন। বিশেষ করে শব্দমিলের ব্যবহার লিখাটিকে যেন আরও বেশী মজবুত করেছে। অভিনন্দন কবি।
loading...
ধন্যবাদ।
loading...
অত্যন্ত চমৎকার লেখনী ।
loading...
ধন্যবাদ।
loading...