কিছুদিন আগে একজন চায়নিজ বান্ধবীর সাথে কথা হচ্ছিল। টপিকগুলো ছিল খুবই সাধারণ। যেমন-আমার দেশ, আমাদের কালচার, মানুষ, পোষাক, ইত্যাদি সম্পর্কিত। পর্যায়ক্রমে সে আমার সম্পর্কে জানতে চায়। আমার জীবনের লক্ষ্য, শখ, অবসরে কি করতে পছন্দ করি এসব ছোট-খাট বিষয়ে। আমি তাকে বলে যাচ্ছিলাম, বিড়ালের সাথে টিভি দেখা, পছন্দের খাবার তৈরী করা, ছবি তোলা, কাজের ফাঁকে ব্লগিং করা, ইত্যাদি। ব্লগিংয়ের কথা শুনে বিস্ময়ের চোখ নিয়ে তাকালো আমার দিকে!
-তুমি ভ্লগ কর? কিসে কর? ফেসবুকে নাকি ইউটিউবে? আমি দেখতে চাই, তোমার চ্যানেলের লিংক দাও!
তার এই কথা শুনে আমি কি বলব বুঝতে পারছিলাম না। আসলে শব্দ উচ্চারণের দিক থেকে চায়নিজ বা জাপানি জাতি এখনো অনেক অদক্ষ। সেক্ষেত্রে বাঙালিদের অবস্থান অনেক ভাল। আমরা যদি ডক্টর বলি তারা বলে দক্তর! আরো অনেক দৃষ্টান্ত আছে যা বলতে গেলে কয়েক পাতা লিখতে হবে। যখন (Vlog) এবং (Blog) এর পার্থক্য তাকে জানালাম তার বিস্ময় আরেকটু বেড়ে গেল। সরাসরি আমাকে জিজ্ঞাসা করল-ব্লগ কি?
যাইহোক, ব্লগ নিয়ে আমাদের দেশের মানুষের অবস্থা আরো ভয়াবহ! মা, চাচী, ফুপু, খালা, টাইপের কেউ যদি জানতে পারে আপনি ব্লগার তাহলে তো কথাই নাই, চোখের পানিতে সাঁতার কাটিয়ে হোক অথবা মাথার দিব্যি দিয়ে হোক আপনাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে তাদের গোয়েন্দা ভূমিকায় দেখা যাবে। বাবার বন্ধুরা দাঁত উঁচিয়ে বলবে, আকরামের ছেলেটা শেষ পর্যন্ত জঙ্গিতে যোগ দিল?
পাড়া-প্রতিবেশী বা হুজুর টাইপের মানুষ আপনাকে নাস্তিক বলবে!
বন্ধু-বান্ধব কম পেতে পারেন।
তাছাড়া, তোকে দিয়ে কিচ্ছু হবে এমন টাইপের কথা ফ্রি-তে শুনবেন।
বর্তমান সময়ে কিছু মানুষের ব্লগিং অবাক করার মতো। দেখলে মনে হয় ব্লগিং নয় ফেসবুকিং করে। মনে যা চায় কিছু একটা পোষ্ট করেন, উত্তর-প্রতিউত্তের কোন ধার-ধারেন না। বিষয়টা আমার কাছে মনে হয়- আপনি আপনার বাসায় মানুষকে দাওয়াত দিলেন কিন্তু তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! আমার মতে, একজন ভাল ব্লগারের গুণাবলী হল মন্তব্যের উত্তর দেয়া, অন্যের লেখায় মন্তব্য করা, মত প্রকাশের স্বাধীনতা দেয়া, ব্লগকে ফেসবুকের মতো ব্যবহার না করা, ব্লগ সম্পর্কে মানুষকে সঠিক ধারনা দেয়া।
একমাত্র আলোচনা বা মতামতের মাধ্যমে গড়ে উঠবে সু-সম্পর্ক, ভালবাসা, ভ্রাতৃত্ব, সুন্দর সমাজ।
loading...
loading...
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম কবি এবং লিখক মি. পবিত্র হোসাইন।
আমার মনে আছে … দীর্ঘকাল আগে ঠিক এই ব্লগেই আপনার মতো এতো সুন্দর করে না হলেও আমার মতো আমিও ঠিক একই আবাহনের একটি পোস্ট সাজিয়েছিলাম। এখন অবশ্যি পোস্টটি আছে কিন্তু মন্তব্যগুলোন নেই হয়ে গেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি … আমি যা বলবো আমি ঠিক সেটাই করার চেষ্টা করে যাবে। সবচেয়ে বড় হচ্ছে কমিটমেন্ট। আমি কমিটমেন্টে বিশ্বাস করি। আপনি যথার্থ বলেছেন … "সুষ্ঠু ধারার ব্লগিং চর্চা গড়ে উঠতে পারে একমাত্র আলোচনা বা মতামত বিনিময়ের মাধ্যমে। গড়ে উঠবে সু-সম্পর্ক, ভালবাসা, ভ্রাতৃত্ব এবং সুন্দর সমাজ।"
আমি প্রাণমনে বিশ্বাস করি এবং বলি… মন্তব্য এবং প্রতি-মন্তব্যে গড়ে উঠুক ব্লগিং।
loading...
ধন্যবাদ দাদা
loading...
আপনার লেখা সুন্দর এবং সময়োপযোগী । ভাব আদান প্রদানে সৃষ্টি হয় ভালোবাসা । আমার মনে গ্রামের মা চাচীরা বগ্ল কি সেটা এখনো জানে না । তাই জঙ্গী বলার কথাও না।
loading...
ধন্যবাদ
loading...
সবই ঠিক আছে, তারপর ও আপনি দাদী, চাচি, চাচাদের হেয় করে বললেন। উনারা আগের জেনারেশনের মানুষ অনেক কিছুই জানবেন না এইটাই স্বাভাবিক। বুঝিয়ে বলবেন প্রয়োজনে। আপনি নিজেও ত অনেক কিছুই জানেন না সিলিকন ভ্যালির কত শত প্রযুক্তিক জ্ঞান আপনার নাই এই জন্য আপনাকে ত উনারা হেয় করবেন না, তাহলে আপনি কেনো নিজের রক্ত ভক্ত করে করবেন। যাইহোক আপনার জন্য শুভকামনা
loading...
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য
loading...