আমার একলা একা জীবনটা আজ
দুখের স্রোতে ভাসে
সেই তুমি আজ আমায় ফেলে
একলা একা সুখে,
দুঃখ ভরা জীবনটাতে
সুখের দেখা দিয়ে
সেই তুমি আজ একলা একা করে
নিজের মত নিজেই দূরে গেলে।
তোমার দেওয়া সুখের ছোয়া
কেমনে ভুলে রবো
একলা একা জীবনটা আজ
একলা পড়ে রবে
আমায় ফেলে অভিমানে
একলা একা জীবনটাকে করে সুখী
ঐ দূর আকাশে রবে পড়ে
হাতছানিতে একটু সাড়া দিয়ে
এলোমালো জীবনটাকে সাজিয়ে,
নতুন করে বাচতে শিখালে
সেই তুমি আজ বিশ্বাসটাকে নষ্ট করে
একলা একা জীবনটাকে অভিমানে
আগের মতো একলা করে দিলে।
বাচতে শেখা স্বপ্নগুলো একলা কেদে মরে
একলা একা জীবনটাকে একলা একা করে
পালউড়া ঐ নৌকার মতো ,
একলা একা জীবনতরী দেব পাড়ি
তোমার ছোয়া তোমার কথা ভেবে
ঐ দূর আকাশে হাতছানি দিয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর, শুভেচ্ছা প্রিয়
loading...
ধন্যবাদ ভাই
loading...
অতুলনীয় লেখা।
loading...
ধন্যবাদ আমার লেখনীতে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
loading...
শুভেচ্ছা এবং শব্দনীড়ে স্বাগতম কবি আবু রায়হান। আপনার প্রোপিক লাগিয়ে নিন।
loading...
ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দিয়ে আপনাদের মাঝে কিছু লিখতে সুযোগ করে দেওয়ার জন।
loading...