সমাজ গড়ার কারিগর

সমাজ গড়ার কারিগর হে প্রিয় শিক্ষক।
তোমাদের ঘরে নাই বাজার-সদাই!তা দেখে করবার নাই কোনো নিরীক্ষক।
যা মাইনে পাইতা অতীতে,
তাঁহাতে চলতো সংসার কোনো মতে।
তবে, আজিকা সেই মাইনে পাওয়ার রাস্তায় নেমে এসেছে কুয়াশা।
তাই তো মনে তৈরি হয়েছে ধোঁয়াশা!

ত্রানের লেশমাত্র অবলোকন করো নাই চক্ষে,
তোমার মনে ভয়, এই বুঝি মান যাচ্ছে।
ঘরের ঘরণী চিক্কুর দিচ্ছে!
হাটের বেলা ফুরচ্ছে।

তোমার অনটন দেখবার নাই কোনো জন-টন!
মাথা বারবার করে উঠে টনটন
কার থেকে পাওয়া যায় ঋণ-টিন;

পকেট তাঁর শূন্য
তবু শিক্ষা দানে করনা কখনো কার্পণ্য
তাই তো তোমার সম্মানের ঝুলি পরিপূর্ণ।
সর্বদা চাইছ সংকটের বেলা তাইতো
খেয়ে না খেয়ে ধরে রাখতে সম্মান সম্পূর্ণ।
আমি ও চাই; হে প্রিয় শিক্ষক তোমার মর্যাদা বাঁচুক সর্বক্ষণ,
তোমার শিক্ষায় গড়ে উঠুক জ্ঞানী গুণী আর ত্রান চুর, মান চুর, সব চুর,সব চুর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৬-২০২০ | ২০:১০ |

    'আমি ও চাই; হে প্রিয় শিক্ষক তোমার মর্যাদা বাঁচুক সর্বক্ষণ,
    তোমার শিক্ষায় গড়ে উঠুক জ্ঞানী গুণী আর ত্রাণ চোর, মান চোর, সব চোর, সব চোর।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৯-০৬-২০২০ | ২০:৪৩ |

    অসাধারণ উপস্থাপন । 

    GD Star Rating
    loading...