পিপীলিকা হতে, যদি নাও শিক্ষা এক রত্তি,
তুমি আমি দেখাতাম না, দুর্বলের উপর শক্তি।
মানবতাকে করতাম সবে মিলে সত্যি, সত্যি ভক্তি।
ক্ষুদ্র পিপীলিকা হতে শুনেছিল বাদশাহ সুলেমান নানা রঙের যুক্তি,
কোরআনে আছে পিপীলিকার নামে কত গুণ কীর্তি।
বুঝে না-ও, দেখে না-ও, তাদের থেকে শিখে না-ও কী করে মিলবে মোদের মুক্তি
একতাবদ্ধতা, সততা আর নিষ্ঠা, অবলোকন করে যাও তাহাদের বুদ্ধিমত্তা।
বিশ্ব সংসারে তাদের হিসেবের চিত্রে
অবাক হয়েছে কত নামি-দামি বিজ্ঞে
দুর্দিনের জন্য তাদের কত যে সঞ্চয়
তাই তো বিপদে নাই কোনো সংশয়
জমিয়েছে গরমে চুল-ছেঁড়া হিসেবে,
বসে খেয়েছে গৃহে বিপদের সময়ে।
তাকেই বলে বুঝি সময়ে কর্ম সময়ে,
ফাঁকিবাজি করেনি তাই ভেসে গেছে সুখের জোয়ারে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাস্তবতার নিরীখে আপনার লিখা কবিতা গুলোন ভালো আসে। পড়তে ভালো লাগে।
loading...
আপনাদেন ভালো লাগা আমার লেখার অনুপ্রেরণা । দোয়া রাখবেন যেন সত্য লিখে যেতে পারি র্সবদা।
loading...