মেঘের প্রেমিকা এবং আমি...

যন্ত্রণা নিয়ে মেঘের সামনে উপস্থিত হতেই
দেখলাম তারও খুব মন খারাপ।
বারবার চিৎকার করছে নিজেই গর্জে উঠছে,
তার প্রেমিকা প্রকৃতিও অশান্ত হয়ে উঠলো
বিচ্ছেদগামি বিপদের আগাম অনুভূতি নিয়ে তাদের অসম্পূর্ণ ভালোবাসার প্রকাশ করছে,
গাছেরা সব নুইয়ে পরছে
যেন শেষবারের মতো একে অপরকে জড়িয়ে বাঁচতে চাইছে।
কী জানি কোন তৃষ্ণা নিবারণের আশাই তারা
বারবার উত্তেজিত হচ্ছে।

নিরব দর্শক আমি মেঘের প্রেমিকা আর আমার মিল খুঁজে পেলাম অনেক।
প্রেমিকার কষ্টে মেঘ তার গর্জন ভুলে অঝোরে কাদতে লাগলো।
প্রেমিকের অশ্রুর শীতল স্পর্শে প্রেমিকার সব অভিলাষ পূর্ণ হলো।
ধুলোমোলিন প্রেমিকা স্নান সেরে আবারো
প্রেমানয়নে তাকিয়ে রইলো মেঘের পানে।
কিন্তু আমার মনের যন্ত্রণা তখনও নিরুপায়।
সোদা মাটির গন্ধ নিয়ে আমারও চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে
আমার সর্বস্ব আজও তোমারই অপেক্ষায়।
তুমি ছাড়া বেঁচে আছি কিন্তু হয়ে বড়ো অসহায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৮-০৫-২০২০ | ৩:৫৩ |

      সাহিত্যে আপনার বিচরণ সুখময় হোক । 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৮-০৫-২০২০ | ১০:৫৬ |

    বেশ কিছুদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতো সুন্দর। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. পথিক সুজন : ০৯-০৫-২০২০ | ১৮:২৪ |

    অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়। 

    শুভেচ্ছা জানবেন    

    GD Star Rating
    loading...
  4. জীরো : ১০-০৫-২০২০ | ১৪:১৯ |

    বাহ! চমৎকার একটা প্রেমের কবিতা। খুব ভালো লাগলো।

    শুভেচ্ছা ও শুভকামনা রইলো 

    GD Star Rating
    loading...