খুব ছোটবেলা থেকেই দেখে আসছি ফিলিস্তিন একদম ভাল নেই। তার কদিন পরই শুনলাম অনেক কষ্টের পর সামান্য সুখ অর্জন করেও নাকি আবার হারিয়ে ফেলেছে আফগান। এরপর ইরাককেও তো আর হাসতে দেখেনি বেশিদিন। আরাকানের কান্না তো এখনও গাল বেয়ে গড়িয়েই যাচ্ছে। সিরিয়ার আকাশে আগুনের ধোঁয়া তো আজও উড়েই বেড়াচ্ছে। আবার এদিকে কাশ্মীরকেও অনেক ছিঁড়েখুঁড়ে শেষমেশ একেবারে গিলেই ফেললো ভূতে।
সে যাই হোক, পৃথিবীর বড় একটা সুখি অংশ নিয়ে আমি কিন্তু বেশ ভালোই ছিলাম। এতটাই ‘ভাল’ ছিলাম যে ওসব দুঃখিত ভূখণ্ডের দুর্দশা কখনোই আমাকে খুব একটা দুঃখ দিতে পারেনি। ওসব ‘বিচ্ছিন্ন’ কিছু মানুষের কষ্ট আমাকে নিত্যনতুন সুখ অর্জনে কখনও কোনরকম বাঁধা হয়ে দাঁড়ায়নি। তাদের কান্নার আওয়াজ আমার রাতের ঘুমকে কোনদিন একটু হালকাও করতে পারেনি। আমি যে বড় ‘ব্যস্ত’ মানুষ। জীবন সাজাতে আমার যে ছিল অনেক কাজ। ওসব ভাবার সময় কী আমার ছিল! বলুন!!
কিন্তু আজ পুরো পৃথিবীটাই থমকে গেছে। উহান থেকে রোম, রোম থেকে মাদ্রিদ এমন কি প্যারিস, লন্ডন আর নিউওয়ার্কের মত ব্যতিব্যস্ত শহরগুলোও হঠাৎ কেমন ঝিমিয়ে পড়েছে। মক্কার শূন্য মাতাফের উপর হাহাকার করে তাওয়াফ করে বেড়াচ্ছে মুক্ত পাখির ঝাঁক। দিল্লির ট্রেনগুলো ছুটছে না, ঢাকার বাসগুলোও চলছে না। বন্ধ ওয়েডিং প্যালেসের ধুলো বালিতে আজ ঢেকে পড়েছে আমার সকল আনন্দের আয়োজন। উঁকি দিয়ে দিয়ে কেবল বেড়েই যাচ্ছে একটি চিন্তা আর একটিই ভয়। আমার জমিয়ে রাখা সুখগুলো খুব দ্রুত ফুরিয়ে যেতে পারে। আমি যেকোনো সময় মরে যেতে পারি।
মৃত্যুর এই চিন্তা আমাকে আজ খুব কষ্টে ফেলে দিয়েছে। আমার সকল ব্যস্ততা যেন কোথায় হারিয়ে গিয়েছে। ঘুমটাও ঠিক আসছে না সময়মত। অসময়ে ঘুমালেও গলা শুকিয়ে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কী যেন হারিয়ে ফেলার আতঙ্কে। গলাটা ভেজাতে কাঁপাকাঁপা হাতে আমি পানি খাচ্ছি আর খুব অনুভব করছি আমার কষ্টটাকে। স্পষ্টই বুঝতে পারছি আজ দুঃখের কেমন ব্যথা আর কষ্টের কেমন যাতনা।
রাতজেগে আজ নিজের দুঃখ কষ্টের হিসেব করতে করতেই মনে পড়ল কিছুদিন আগের কথা এবং অনেকদিন আগের কথা। কিছু দেশের ধ্বংসের কথা আর অনেক মানুষের মৃত্যুর কথা। কত মায়ের আহাজারির কথা আর কত শিশুর কান্নার কথা। বিধবার দুঃখের কথা আর অনাহারীর কষ্টের কথা। হায়, এতদিন নিজের কী এমন ব্যস্ততায় তাদেরকে দেখেও আমি দেখিনি! হায়, কী নেশায় মত্ত হয়ে এতদিন তাদের কান্না শুনেও আমি শুনিনি!!
ভাবছি,
যদি তখন তাদের দুঃখের ভাগি হতাম তবে তাদের দুঃখ কিছুটাও বোধহয় কমাতে পারতাম! যদি সেদিন তাদের কষ্টের অংশিদার হতাম তবে আজকের কষ্ট থেকে হয়ত বাঁচলে বেঁচেও যেতে পারতাম!!
_________________________________
Magfur, 9 April 2020 Thursday
Nadwatul Ulama, Lucnow. UP
loading...
loading...
আমরা হয়তো ভালো ছিলাম … আমরা হয়তো ভালো ছিলাম না … হয়তো ভালো থাকবো … একদিন নিশ্চয়ই ভালো থাকবো। হয়তো …
loading...
পরিপাটি লেখা । বেশ I
loading...