শুনে নে

“যেথা গুজরাটি দুই ভাই মিলে,
মানব ও দেশটাকে তিলে তিলে,
কণ্ঠ স্বরের তীক্ষ্ণ দাবানলে,
হাজারো ছলে-বলে কৌশলে,
পরিণত করে চলেছে ধ্বংসের স্তুপ!
তবে কেন শত কোটি মানব রবে চুপ?”

“সদা যথা তথা গুজরাটি দুই ভাইয়ের ইশারায়,
ওই দাঙ্গাবাজ জন্তু জানোয়াররা আশকারা পায়!
দাঙ্গা লড়াইয়ে মানবের নেই কোন দোষ,
তবে মানবের প্রতি মানবের রবে কেন রোষ?
যেথা জারজ দুই গুজরাটি ভাইয়ের সর্ব দোষ!”

“মুসলিম হলে নাকি দিতে হবে অকারণে জান,
তারা দেখে নাকি শান্ত শান্তিতে মোড়া সংবিধান?
দেশের ও দশের মাথা মন্ত্রী ওই জারজ দুই সন্তান!”

“তাহাদের বোধ হীন মনে,না জানি কোন কু-স্বার্থের হেতু!
অহর্নিশ, অঙ্কুরিছে দূষণের বীজ,
মায়া ভব দেশে,সন্ত্রাসী বেশে, ধ্বংস করিছে
মানবের মাঝে, অপরূপ সাজে, অটুট থাকা মানব সম্প্রীতি,
আর ভুলে থাকা জাত-পাত, ধর্ম-বর্ণ -এর বিভেদ, বিদ্বেষ হীন গড়া এক দৃঢ় সেতু! ”

“এ দেশ কিংবা ভবে, এক ভাষা উচ্চকিত হবে,
আছে যত
হিন্দু, বৌদ্ধ, শিখ,জৈন কিংবা ইহুদি খ্রিস্টান
পঙ্গপালের মতো
এরা আমার কেউ নয়!
শত শত কোটি পঙ্গপাল তারা হয় যদি মানব
শুনে নেরে জারজ দুই গুজরাটি দানব
সকল মানব’ই হল আমার মায়ের পেটের ভাই
আমার অন্তরের অন্তস্তলে তাদের ঠাঁই! ”

“এ-ও শুনে নে,
আছে যত অশান্তি সৃষ্টিকারী,
তাদের ধারের কাছে কি থাকতে আমি পারি?
যারা সন্ত্রাসী নয় তারা মানব, নেইকো তাদের ধর্ম
তোদের সন্ত্রাসী জারজ দুই গুজরাটি ভাইয়ের মতোই তাদের কর্ম!”

“আমি মুসলিম,চির রণবীর, মরণ কে করিনা ভয়
আল্লাহ কে সদা করি স্মরণ!
যেথায় যে হেতুতে রয়েছে বাঁধা
সেচ্ছাই সেথা করিবো মৃত্যু বরণ!”

“মসজিদে আগুন দিয়ে হাসি খুশি হয় যদি হয়ে যাক তাদের মুখ।
মসজিদে আগুন দেওয়া দেখে জ্বলে যদি আমার বুক!
আর সূর্যের মতো উষ্ণতায় হলে রক্ত গরম,
আমাকে কি বাঁধা দেওয়া যাবে? করা যাবে মরম?
রবের দেওয়া অমর বাণী পবিত্র যে আল কুরআন
আগুন জ্বালিয়ে কি দমনো যাবে তাঁর বিজয় গান?
এ দেহেতে থাকলে এক বিন্দু ঈমানি রক্ত
মহান রব’ই দেখিয়ে দেবে আমি কার ভক্ত!”

“ইসলাম রবে না চাপা, এ যে রক্তের অক্ষরে ছাপা
অটুট ও অটল
সঙ্গ ও দর্শনে থাকে সদা, মহান রবেরই ওয়াদা
শক্তি ও বল,
তোদের মতো কিছু আরশোলা ভক্ষক,
কি করিবে ইসলাম-এর
মহান শক্তিশালী রব’ই যে তার রক্ষক!”

.
১২/০৩/২০২০

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৪-২০২০ | ১০:৫০ |

    মানবের মাঝে, অপরূপ সাজে, অটুট থাকুক মানব সম্প্রীতি। নিরাপদ হোক পৃথিবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০২-০৪-২০২০ | ১৪:১১ |

      আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো। 

    GD Star Rating
    loading...