এই তো জানু পেতে বসেছি – পশ্চিমে আজ
গগনে নিঃস্ব একলা পুর্ণিমার চাঁদ।
নয়ন ভরা জলে,হস্ত দু’খান ঊর্ধ্ব গগনে –শেষের রাত্রি আমার একলা মোনাজাত।
কোথায় উড়ে গেল আজ বীর যোদ্ধাদের ক্ষমতা
অদৃশ্য এক বীজাণুতে?
চক্ষু সম্মুখে দাপানো শত কোটি পথভ্রষ্টের দল
দিশেহারা আজ,হয় পাথর নিশ্চল!
জাগাও শহর-নগর, গ্রাম-গঞ্জের প্রান্ত-প্রান্তরে
তোমার কল্যাণময়ী আজান গান!
কোটি কোটি বান্দার মুখে উঠুক শান্তির ঝড়
তারা আজ একটা ইনসাফ পাক!
নিয়ামতি এ বান্দার দেহ আজ পাপের বীজাণুতে
গ্রাস করেছে, পরকাল শূন্য করে!
ভুবন মেতে উঠেছে কেন আজ বরবর্তার ভাষায়?
কেমন লাগছে এই ধ্বংসের উল্লাস!
হে! আমার রব হেদায়েত দাও পথভ্রষ্টদের।
ঈমান বৃদ্ধি করে দাও……
যারা তোমার পথে অনড়,অটুট, অটল,
রক্ষা করো এ বীজাণুর দূর্ভোগ!
ধ্বংস করে দাও হেদায়েতহীনদের! সারা বিশ্বে
গজিয়ে রেখেছে শয়তানি পাখা।
ধ্বংস করে দাও! সেই মুনাফিকদের আজ যারা
পরিপূর্ণ দ্বীন নিয়ে করছে ছেলে খেলা।
কবুল হোউক এ পাপী বান্দার ক্ষুদ্র মোনাজাত!
এ ভুবনের শতকোটি বান্দার তরে…….
দাও আজ গহিন একটা রাত! তোমার দরবারে
দুহাত তুলে অঝর নয়নে কাঁদার সুযোগ।
loading...
loading...
দাও আজ গহিন একটা রাত! তোমার দরবারে
দুহাত তুলে অঝর নয়নে কাঁদার সুযোগ।
___ কালাম হাবিব এর সেরা কবিতায় মুগ্ধতা।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি!
loading...
দারুণ লেখা , ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি
loading...