নারী দিবসের বিশেষ শুভেচ্ছা আমার চাইনা,
ফিরিয়ে নাও।
দেওয়ার যদি খুব ইচ্ছা থাকে তবে –
আমি যেমন তোমার জন্য বাঁচি ঠিক তেমনি তুমিও আমার জন্য বেঁচে দেখাও।
আমাকে শুধু আমার অধিকারটুকু দাও তাহলে আমার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হবে না এতটুকু বুঝে নাও।
আমার চলার পথে বাধা না দিয়ে আমার পথকে সুগম করে দাও,
মুখ চেপে, হাত বেঁধে, ঘন অন্ধকারে নয়
ঠিকানা জিজ্ঞেস করে আমার গন্তব্যে পৌঁছে দাও।
রাজনীতির মোহে, ধর্মযুদ্ধে, কামনা বাসনার লোভে যখন হারাও তুমি মনুষ্যত্ব
বিশ্বাস কর, যে গর্ভে তুমি জন্ম নিয়েছ সেই গর্ভধারিনীও আজ তোমাকে জন্ম দিয়েই খুব লজ্জিত।
নারীর থেকে জন্ম নিয়ে নারীর শরীরেই যখন শান্তি খোঁজ,
ওহে পুরুষ মানসিকতার পরিবর্তন কর
সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে প্রথমে নারীর অধিকারটুকু তো বোঝ।
তাই নারী দিবস নিয়ে লেখা তোমার ওই কয়েকটি লাইন দয়া করে মুছে নাও।
যে নারীর জন্য পুরুষ হয়েছ তাকে শুধু নারী হয়ে নয় মানুষ হয়েও বাঁচতে দাও।
loading...
loading...
আমার অধিকারটুকু দাও তাহলে বিশেষ কোনো দিনের প্রয়োজন হবে না এতটুকু বুঝে নাও। যে নারীর জন্য পুরুষ হয়েছ তাকে শুধু নারী হয়ে নয় মানুষ হয়েও বাঁচতে দাও। ___ এটাই সত্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী।
loading...
ধন্যবাদ
loading...
অসাধারণ লেখা। ভালো লাগলো।
loading...
ধন্যবাদ
loading...
অনেক শুভেচ্ছা রইল
loading...
ধন্যবাদ
loading...