মিথ্যে ছিলনা তোমার জন্য আমার বেঁচে থাকা

এক যুগ পরও যখন –
তোমার চেহারা আমার মনের দেয়ালে স্পষ্ট ভেসে উঠে
তবে সেই এক যুগ আগের –
তোমার প্রতি আমার ভালবাসাটা কোন মোহ বা আবেগ ছিলা না।
ছিল হৃদয়ের স্পন্দনের মত-
চিরন্তন সত্যের বিষদ বিবরণ দেওয়া পাণ্ডুলিপি।
মানব দেহের সাথে অক্সিজেন যেমন অবিচ্ছেদ্য –
তেমনি তুমি ছিলে আমার অক্সিজেন,
আমার বাঁচা বড় দায়।

এখন আমি আই সি ইউ-তে মুমূর্ষ
সাপোর্টিং অক্সিজেন নিয়ে অপেক্ষায় আছি শেষ নিঃশ্বাসের
গুনছি নিজের প্রতিটি নিঃশ্বাস
আর-
প্রতিটি নিঃশ্বাসের সাথে অনুভব করি
তোমার হৃদয়ের এক একটা স্পন্দন।

হয়তো তুমি এমনি; আবার হয় তো চাওনি আমাকে-
কিন্তু তোমার প্রতি আমার ভালবাসা এক মুহুর্তের জন্য মিথ্যে ছিলনা,
মিথ্যে ছিলনা তোমার জন্য আমার বেঁচে থাকা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০২-২০২০ | ১৪:৩৬ |

    হৃদয়ের স্পন্দনের মত- চিরন্তন সত্যের বিশদ বিবরণের এই পাণ্ডুলিপি সফল হোক। শুভকামনায় ভালো থাকুন মি. ফেনা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০১-০২-২০২০ | ২২:০১ |

      অনেক ধন্যবাদ প্রিয় মুরব্বী। 

       

      একটা কথা ব্লগের এইরকম মন্থর গতি …… কষ্টদায়ক। 

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ০১-০২-২০২০ | ১৯:৪৮ |

     মুগ্ধকর উপস্থাপন,  শুভ কামনা অহর্নিশি। ♥♥।

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০১-০২-২০২০ | ২২:০২ |

      ধন্যবাদ অনেক, আপনাকে। 

      GD Star Rating
      loading...