ধর্ষন কেন বাড়ছে

এভাবে ভয়াবহ ভাবে ধর্ষন বাড়ছে কেন?
সম্ভাব্য কারণগুলি হতে পারে এরকম
১। আশে পাশে অসংখ্য রেপ ঘটছে, সব নজরে আসে না,মেয়েরাও কাউকে কিছু জানায় না, এভাবে নিরবে নিভৃতে যখন ঘটনা ঘটছে তখন রেপিস্ট ভাবছে এটাও কারো নজরে আসবে না।
২। রেপিস্টের জন্য এটাই প্রথম ঘটনা নয়।এরকম কুকর্ম সে প্রতিনিয়ত ঘটিয়ে যাচ্ছে, দু একটা জনসম্মুখে আসছে
৩।তথ্যের অবাধ প্রবাহ, ইন্টারনেট সার্চ দিলেই বেরিয়ে আসছে হাজার হাজার পর্ণ এর টুকরো টুকরো ছবি অথবা ভিডিও
৪। মেয়েদের জোর করাকে সে ভাবছে পৌরুষ,
মেয়েরা রাজি না, তারা ভাবে এই যে তার অসম্মতি এ আসলে বাহানা, সে আদতে সংগ চায় —
৫। সিনেমাগুলোতে সব সময় দেখানো হয় নারী রেপড হচ্ছে, হিংস্র উল্লাস করছে পুরুষ, নিজেদের সেজায়গায় ভেবে উল্লসিত হচ্ছে
৬। লজ্জাহীনতা, মেয়েরা ভাবছে সম্ভ্রম হারাচ্ছে, তার লজ্জা সারা দুনিয়ায়, সমাজে আর পুরুষ একে গৌরব অথবা বীরত্ব ভাবছে, যেমন প্রভাকে ছি ছি করেছে সবাই বিপরীতে রাজিব বীরপুরুষের মত বুক ফুলিয়ে চলেছে

৭। রেপ ঘটছে সমাজের উপরতলা থেকে নীচতলা। তবে একটা ভালো পরিবারে ছেলেমেয়েরা শেখে নীতি এবং নৈতিকতাবোধ।শিশু প্রথম পাঁচ বছরে তার জীবনের মূল শেখাটা শিখে যা তার অবচেতন মনে স্থায়ী হয়।পরিবারে মানুষের প্রতি সম্মানবোধ, আত্মমর্যাদাবোধ তার মধ্যে গ্রো না করলেও সে অন্যকে সম্মান করতে শেখে না।রেপিস্টের আত্মমর্যাদা ক্ষুন্ন হচ্ছে এই বোধ তার মধ্যে না জাগাটাও রেপিস্টের রেপিস্ট হয়ে ওঠার কারণের মধ্যে পড়ে।
৮।সমাজের নিন্মবিত্ত শ্রেণীর যারা রাস্তায় বেড়ে উঠেছে তাদের মধ্যে কি বোধ জাগার আশা করা যায়?
৯। বস্তিগুলোতে ছোট্ট একটা রুমে পরিবারের ৬/৭ জন থাকছে, রান্না করছে, ঘুমাচ্ছে, জীবনের ন্যুনতম চাহিদা যেখানে পূর্ণ হয় না তাদের কাছে কি আশা করা যায়?
১০। কাজ নাই।বেকার। অলস মস্তিষ্ক।

১১। এমন একটা দেশ যেখানে টাকার মূল্য মানুষের মূল্যের চাইতে বেশি হয়ে উঠেছে –
১২। বিনোদন বলতে বোঝায় হিন্দি সিরিয়াল,
নাটক হচ্ছে হাউকাউ, চিল্লাফাল্লা এক অবস্থা।
একসময় চমৎকার কাহিনী সমৃদ্ধ সিনেমা আজ আর নেই।সেই প্রেম আর প্রেম পাবার জন্য মরিয়া হওয়া!!

১৩। ইয়াবা, গাঁজা, ড্রাগে ছেয়ে গেছে দেশ।
১৪। হুজুর, স্কুল কলেজের শিক্ষক কম বেশি অনেকেই লাইমলাইটে আসছেন নারী লোভের কারণে,
এক্ষেত্রে যাদের আদর্শ মানা হয়েছিল এতোকাল তাদের এই অধপাতের বিষয় প্রভাবিত করছে মানুষকে

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১২-০১-২০২০ | ২০:৪১ |

    ভালো থাকুন। আরো লিখুন। বেশ মনে লাগলো ।

    GD Star Rating
    loading...