সেদিন রাতেই আমার, লজ্জা গেছে ছুটে
ভবিষ্যতের ঘরে, দিনেও ছিল আঁধার
বিরহের বাসরঘরে, গণধর্ষণে গনতন্ত্র।
কাঁটাতারে ঝুলে থাকা আমি-ই বাংলাদেশ
অবশেষে আঁকি রক্তক্ষরণের তৈলচিত্র
দেখ চেয়ে দেশপ্রেমের দূরবীনে গনতন্ত্র লাশের সারিতে লাল-সবুজের মানচিত্র।।
আমি হাসপাতালের বারান্দায় পড়ে থাকা দুর্বিষহ যন্ত্রণা
দায়িত্বহীন দেশের ‘ছোঁয়া’ নামের নিষ্পাপ শিশু
অসহায়ত্ব নিভৃতে হাঁটে মেঘের পিছু পিছু।
সবুজ-শ্যামল মাঠে সোনালী রং ধানক্ষেতে
কৃষাণের বুকে নিজেই জ্বালিয়েছি আগুন
অসহায় চোখে জলকাদা, পেয়াঁজ নেই পান্তা-ভাতে
তাতেই স্বাধীনতার শান্তির কবুতর দিল উড়াল।
আমি অসহায় কৃষক
আমার সকাল জুড়ে শুধুই অবহেলা
পান্তায়-পেয়াঁজ-মরিচে মাখামাখি
মুখের দুর্গন্ধে কাটে দুপুর বেলা।।
চারদেয়ালে সাহেবের সাথে
সকাল সকাল হবে দেখা
মুখে হাত রেখে দিতে হবে সালাম
পেঁয়াজের গন্ধে সবাই পাগল পাড়া।
আজও আমি অসহায় কৃষক
আমার প্রতিদিনের সকাল বেলা
পান্তা-মরিচে- লাঙল কাঁদে
কাঁদে শিশির ভেজা লাউয়ের মাচা
পান্তার সাথে থাকা পেঁয়াজটি কেন চৌকাঠে বাধা।
loading...
loading...
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম মি. এন জামান। ভালো ছিলেন তো?
loading...
কাঁটাতারে ঝুলে থাকা আমি-ই বাংলাদেশ
অবশেষে আঁকি রক্তক্ষরণের তৈলচিত্র
দেখ চেয়ে দেশপ্রেমের দূরবীনে গনতন্ত্র লাশের সারিতে লাল-সবুজের মানচিত্র।
loading...
অসহায় চোখে জলকাদা, পেয়াঁজ নেই পান্তা-ভাতে

তাতেই স্বাধীনতার শান্তির কবুতর দিল উড়াল।
loading...
অসাধারণ একটা কবিতা। কবিকে শুভেচ্ছা।
loading...
আজও আমি অসহায় কৃষক


আমার প্রতিদিনের সকাল বেলা
পান্তা-মরিচে- লাঙল কাঁদে
কাঁদে শিশির ভেজা লাউয়ের মাচা
পান্তার সাথে থাকা পেঁয়াজটি কেন চৌকাঠে বাধা।
loading...
ভালোবাসাময় ভালোবাসা কবি ভাই।
loading...