পেঁয়াজ রঙ্গ // রুকসানা হক

বিশটাকা একহালি
খুব বেশি দাম নয়
একহালি কিনলেই
বেশ ভালো নাম হয়।

বাজারের থলেতে
পেঁয়াজটা না রেখে
হাত ব্যাগটায় রাখি
কেউ যেন না দেখে।

চায় যদি আধখানা
কিকরে যে দেই তারে
তার চেয়ে এই ভালো
থাকুক না চুপিসারে।

সোনাদানা ফেলে রেখে
পেঁয়াজের সঞ্চয়
বাড়াতেই করছি যে
পায়চারি ঘরময়।

চিন্তায় আর ভাবনায়
ঘুম নেই সারারাত
সিন্দুকে রেখে ভাবি
কেউ বুঝি দিলো হাত।

বারবার খুলে দেখি
আছে নাকি গোটাচার
যেই সেই কারিতে
পেঁয়াজ কি লুটাবার ?

ধুয়ে মুছে খোসাটারে
জ্বাল দেই হাঁড়িতে
লাল জলে স্যুপ খেতে
গেস্ট আসে বাড়িতে।

চেটেপুটে খেয়ে সবে
জোরে তোলে ঢেঁকুরও
ওপাড়ার ভাবী শুনে
গান ধরে বেসুরো।

পেঁয়াজের খোঁজে তাই
বাড়ি আসে ওবেলা
সিকিভাগ চেয়ে বসে
খোদার ওযে কি খেলা।

লজ্জার মাথা খেয়ে
বলি ভাই মাফ চাই
পেঁয়াজের খোসাটাও
এখন আর বাকি নাই।

গোটাচার আছে নাকি
খুলে দেখি সিন্দুক
এই ফাঁকে কি করে যে
দেখে ফেলে নিন্দুক।

পাড়াময় দুর্নাম
রটে গেলো নিমেষেই
আড়চোখে ভাবীগণ
খোঁচা মারে কি হেসেই !!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ১৭-১১-২০১৯ | ৮:৪৯ |

    সমস্যা নেই! মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,    "উড়োজাহাজে উড়ে উড়ে, এদেশ ঘুরে সেদেশ ঘুরে অবশেষে দুইএক দিনের মধ্যেই আমাদের আসছে।"      

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৮:৫৫ |

      উড়োজাহাজের ভাগ্য ,এত দামী বস্তু বহন করছে। ধন্যবাদ দাদা ।    

      GD Star Rating
      loading...
  2. ছন্দ হিন্দোল : ১৭-১১-২০১৯ | ৯:৩৮ |

    দারুণ হয়েছে পেয়াজ রঙ্গ

    শুভকামনা কবি 

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৮:৫৬ |

      দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্লান্ত জীবন ।কি হবে আর রঙ্গ করে ।ধন্যবাদ ভাই     

      GD Star Rating
      loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৭-১১-২০১৯ | ২১:০০ |

    লজ্জার মাথা খেয়ে
    বলি ভাই মাফ চাই
    পেঁয়াজের খোসাটাও
    এখন আর বাকি নাই।

     

    * সুন্দর….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৮:৫৭ |

      অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা জানবেন ।    

      GD Star Rating
      loading...
  4. লক্ষ্মণ ভাণ্ডারী : ১৮-১১-২০১৯ | ১৮:০৩ |

    পিঁয়াজ কিনতে পুরুষ কাঁদে।
    কাটতে বসে নারীরাও কাঁদে।
    থলি হাতে যাচ্ছে হাটবাজারে সবাই।
    দাম বাড়ুক পিঁয়াজ তবু কেনা চাই।।

     

    সুন্দর লিখেছেন প্রিয়কবি। সমসাময়িক কবিতা।
    ছন্দময় কাব্যপাঠে মুগ্ধ হলাম।
    জয়গুরু!

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৮:৫৮ |

      তবুও পেঁয়াজ চাই যে আমাদের । ভালো অনুভব । ধন্যবাদ দাদা ।    

      GD Star Rating
      loading...
  5. sumonsome1 : ১৮-১১-২০১৯ | ২২:৫৮ |

    দারুন লিখসেন

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৯:০৮ |

      অনেক অনেক ধন্যবাদ ভাই     

      GD Star Rating
      loading...
  6. মুরুব্বী : ২১-১১-২০১৯ | ৭:২৩ |

    শুভেচ্ছা রেখে গেলাম আপা। আমার শরীর ভালো নেই।

    GD Star Rating
    loading...
    • রুকশানা হক : ২১-১১-২০১৯ | ৯:১০ |

      আপনার অসুস্থতার খবর পেয়েছি । এখন কেমন আছেন ?  কারো কাছ থেকে জানতে ও পারছিলাম না। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমার প্রার্থনা আপনার সাথে থাকলো ।         

      GD Star Rating
      loading...